৩১ জানুয়ারি ২০২১, ১৩:১৩

বকেয়া পরিশোধ করতে না পারলে পরীক্ষা দিতে পারবেনা গবি শিক্ষার্থীরা

  © ফাইল ফটো

সেমিস্টার ফির বকেয়া ৭৫% টাকা পরিশোধ করতে না পারলে অক্টোবর-২০২০ সেশনের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন না সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা। এছাড়া বিবিএ ও ফিজিওথেরাপি বিভাগের ব্যাপারে পৃথক বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।

রবিবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরীক্ষা সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর ফলে বকেয়া পরিশোধে ব্যর্থ শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তায় ভুগছে।

প্রশাসনের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, করোনায় সেমিস্টার ফি নিয়ে প্রশাসন বরাবরই অমানবিকতার পরিচয় দিচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) যেখানে ফি নিয়ে চাপ দিতে নিষেধ করছে, সেখানে উনারা টাকা ছাড়া পরীক্ষা নিবেন না। আমরা দুই মাস সময় চেয়েছিলাম, পরীক্ষার ফল আটকে রাখতে বলেছিলাম।

বকেয়া পরিশোধে ব্যর্থ আইন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী শেখ বাপ্পি বলেন, কেউ পরীক্ষা দিবে, কেউ দিবেনা, এটা হতে পারেনা। থিওরী পরীক্ষা শেষ করে এখন ব্যবহারিক আটকে দেয়া খুবই দুঃখজনক। পরীক্ষার পূর্বে প্রশাসন প্রতিবারই বকেয়া নিয়ে নানা টালবাহানা করে। এমন আচরণে বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীদের ক্ষোভ তৈরী হচ্ছে।

এর আগে, গত ১১ জানুয়ারি ৭৫% বকেয়া পরিশোধ না পারলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেনা বলে নোটিশ জারি করে প্রশাসন। এরপর ২৫ জানুয়ারি বকেয়া পরিশোধে দুই মাস সময় চেয়ে উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা: লায়লা পারভীন বানু বরাবর লিখিত আবেদন করে শিক্ষার্থীরা। এ সময় তারা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে ফল আটকে রাখার অনুরোধও জানান।

আবেদনের প্রেক্ষিতে জরুরী সভায় বসে প্রশাসন। কিন্তু সভা শেষে পূর্বের সিদ্ধান্তই বহাল রাখেন তারা। এ বিষয়ে জানতে উপাচার্যকে ফোন করা হলে তিনি নোটিশ দেখে নিতে বলে ফোন কেটে দেন।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর থেকে অনলাইনে চলতি সেমিস্টারের ক্লাস শুরু হয়। এরপর ১৪ জানুয়ারি দ্বিতীয়বারের মতো অনলাইনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়। ইতোমধ্যে সকল বিভাগে তত্বীয় পরীক্ষা সম্পন্ন হয়েছে।