তিন’শ শিক্ষার্থীও নেই ৪ বিশ্ববিদ্যালয়ে

ইউজিসি লোগো
ইউজিসি লোগো  © ফাইল ফটো

দেশের বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৩০০ শিক্ষার্থীও নেই এমন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা চারটি। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ৪৬তম বার্ষিক প্রতিবেদন থেকে এমন তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার্থী সংখ্যায় সবচেয়ে পিছিয়ে রয়েছে বান্দরবন বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৭৮ জন। এর পরের অবস্থানে রয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি। এখানে শিক্ষার্থী রয়েছে ১২২ জন। তৃতীয় অবস্থানে রয়েছে টাইমস ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীর সংখ্যা ১৭০ জন। আর চতুর্থ অবস্থানে রয়েছে সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সান্সে এন্ড টেকনোলজি। এখানে শিক্ষার্থী রয়েছে ২৪২ জন।

৪৬তম বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী শিক্ষার্থী সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীর সংখ্যা ২০ হাজার ৫৯৬ জন। এর পরের অবস্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ছিল ২০ হাজার ৩৮ জন। শিক্ষার্থী সংখ্যায় তৃতীয় অবস্থানে রয়েছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থী সংখ্যা ১৩ হাজার ১৫০ জন। চতুর্থ স্থানে রয়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। তাদের শিক্ষার্থী সংখ্যা ১২ হাজার ৪৭২ জন।


সর্বশেষ সংবাদ