গণ বিশ্ববিদ্যালয়ের ঘটনাবহুল বছর

  © ফাইল ফটো

করোনা আর লকডাউনের বছর ২০২০। এমন ঘরবন্দি অবস্থায় সবকিছুর বেহাল দশা হলেও ব্যাপক আলোচনা, সমালোচনা, চমক, উদ্ভাবনের মধ্য দিয়ে সচল ছিল গণ বিশ্ববিদ্যালয়। পুরো বছরের সালতামামি জানাচ্ছেন দ্যা ডেইলি ক্যাম্পাসের গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তানভীর আহম্মেদ।

অবরুদ্ধ ডা. জাফরুল্লাহ

বছরের শুরুতেই ঘটে এমন অপ্রীতিকর ঘটনা। কেন্দ্রীয় ছাত্র সংসদের বাৎসরিক বাজেট পাস ও মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত সাধারণ সভায় যোগদান করতে এসে শিক্ষার্থীদের অবরোধের মুখে পড়েন বিশ্ববিদ্যালয়ের অন্যতম ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী। ১৪ জানুয়ারি, দুপুরে তিনি এ ঘটনার শিকার হন।

এরপর বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহকারী রেজিস্ট্রার ও কয়েকজন শিক্ষকসহ ডা. জাফরুল্লাহকে একাডেমিক ভবনের ৪১৭ নম্বর কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। প্রায় পৌনে দুই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উনাকে আলোচনায় বসতে বাধ্য করেন শিক্ষার্থীরা। এরপর সমস্যা সমাধানের আশ্বাসে মুক্ত হয়ে বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ত্যাগ করেন তিনি।

ঢাবি অধিভুক্ত গণস্বাস্থ্য মেডিকেল কলেজ

১৯৯৮ সাল থেকে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ গণ বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। কিন্তু ২০১০ সালের আইনে বেসরকারি মেডিকেল কলেজ কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার প্রয়োজন পড়ে। এরূপ পরিস্থিতিতে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের পর জানুয়ারির মাঝামাঝি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত হওয়ার নিশ্চয়তা পায়। ঢাবির ডিনস কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে ভর্তির জন্য ৫০টি সিটের অনুমোদন পেয়েছে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ।

ব্যায়ামাগার উদ্বোধন

পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ফিটনেস ধরে রাখতে ২৫ জানুয়ারি ব্যায়ামাগার চালু করা হয়। দুই কপি সদ্য তোলা ছবি ও দুইশ টাকার বিনিময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফরম পূরণের মাধ্যমে ব্যায়মাগারে গিয়ে শরীরচর্চা করতে পারবে।

পিঠা উৎসব

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বর্ণিল পিঠা উৎসবের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ। ২ ফেব্রুয়ারি সকালে ঢাকা-২০ আসনের সাংসদ ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ পিঠা মেলার উদ্বোধন করেন। দিনব্যাপী এ আয়োজন পরবর্তীতে গ্রামীণ খেলা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।

গবিসাসের জমকালো আয়োজন

বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সংগঠন গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) ৭ম বর্ষপূর্তি উপলক্ষে বর্ণিল আয়োজনে মেতে ওঠে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন। ব্যান্ডের তালে তালে বর্ণাঢ্য শোভাযাত্রা,বেলুন উড্ডয়ন, কেক কাটা, ফিচার প্রদর্শনী, আলোচনা সভা এবং বাংলা ফাইভ ব্যান্ড, জিবিএমসি ও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সাজানো হয় পুরো কার্যক্রম।

বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্প

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ-২০২০ ফুটবল, ভলিবল, কাবাডি খেলার ভেন্যু হিসেবে গণ বিশ্ববিদ্যালয় নির্বাচিত হয়। ৫ মার্চ সকালে কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের ভেন্যু উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. দেলওয়ার হোসেন।

করোনা শনাক্তকরণ কিট

বছরের অন্যতম আলোচিত বিষয় গণস্বাস্থ্য কেন্দ্রের করোনা শনাক্তকরণ কিট উদ্ভাবন। পৃথিবীর অন্যান্য দেশ তাদের প্রয়োজনে করোনাভাইরাসের কিট তৈরি করলেও গণস্বাস্থ্য ছাড়া বাংলাদেশে কেউ করতে পারেনি। ১৮ মার্চ স্বল্প খরচে করোনা টেস্ট উদ্ভাবনের ঘোষণা দেয় দেশের অন্যতম বেসরকারি প্রতিষ্ঠানটি। গণস্বাস্থ্যের সুদক্ষ টিম এই কিটের ডিজাইন এবং উৎপাদন করার কাজ করে। ২০০৩ সালে সার্স ভাইরাসের ডায়াগনোসিস কিট তৈরির সময় সিঙ্গাপুরে কাজ করা গণ বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞানের তৎকালীন বিভাগীয় প্রধান ড. বিজন কুমার শীলের নেতৃত্বে এই কিট উদ্ভাবন হয়। যদিও এটি শেষ পর্যন্ত সরকারের অনুমোদন পায়নি।

হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

করোনা প্রতিরোধে সতর্কতার অংশ হিসেবে সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে ফার্মেসী এবং প্রাণরসায়ন ও অনুপ্রান বিজ্ঞান বিভাগ। প্রায় পাঁচ হাজার স্যানিটাইজার দেশের বিভিন্ন অঞ্চলে বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের নিজ ল্যাবে এগুলো তৈরি করা হয়।

অনলাইন ক্লাস

বিশ্ববিদ্যালয়ের নতুন সংযোজন অনলাইন ক্লাস। স্বাভাবিক কার্যক্রমে হঠাৎ করোনার থাবায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। এদিকে করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকেন শিক্ষার্থীরা। এমন ক্ষতি পুষিয়ে নিতে গণ বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো অনলাইনে ক্লাস নেওয়ার উদ্যোগ নেয়। ৯ এপ্রিল ঘোষণার পরপরই শুরু হয় ক্লাস।

গবিসাস আলাপন

করোনার কারণে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ায় দুর্বিষহ হয়ে ওঠে শিক্ষার্থীদের জীবন। দীর্ঘদিন বাসায় থেকে হাঁপিয়ে ওঠেন সবাই। এই অবস্থা থেকে পরিত্রাণ দিতে এবং শিক্ষার্থীদের অলস সময়কে কিছুটা আনন্দঘন করে তুলতে গবিসাস আয়োজন করে বিশেষ ফেসবুক লাইভ অনুষ্ঠান ‘গবিসাস আলাপন’। ১৫ মে থেকে প্রতিদিন বিকেলে ধারাবাহিকভাবে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। ক্যাম্পাসের সাবেক ও বর্তমান জনপ্রিয় মুখদের নিজেদের কার্যক্রম, করোনা সংলাপ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক, অনলাইনে ক্লাস-পরীক্ষাসহ জানা-অজানা বিভিন্ন কথা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা হয় এ আয়োজনে। গবিসাসের দেখাদেখি দেশের ডজনখানেক ক্যাম্পাসে এই আয়োজন শুরু হয়।

অনলাইনে সেমিস্টার ফাইনাল

করোনা দুর্যোগে সেশনজট এড়াতে ইতিহাসে প্রথমবারের মতো অনলাইনে সেমিস্টার স্টার ফাইনাল পরীক্ষার আয়োজন করা হয়। ১ জুলাই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আয়োজনে এই পরীক্ষা শুরু হয়।

আধুনিক ব্লাইন্ড স্টিক উদ্ভাবন

দৃষ্টি প্রতিবন্ধীদের চলাফেরায় সাহায্যের জন্য অত্যাধুনিক সুবিধা সম্পন্ন আধুনিক ব্লাইন্ড স্টিক উদ্ভাবন করেন বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী তন্ময় রায় ও মাহবুব আল মামুন। দীর্ঘ সাত মাসের প্রচেষ্টায় তৈরীকৃত ডিভাইস ১৭ আগস্ট জনসম্মুখে তুলে ধরা হয়।

রেজিস্ট্রারের কুকীর্তি ফাঁস

এটি বছরের সবচেয়ে আলোচিত ঘটনা। ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সাথে তৎকালীন রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেনের ২৬ মিনিট ৩২ মিনিটের অশ্লীল ফোনালাপ ফাঁস হলে তোলপাড় শুরু হয়ে যায় বিশ্ববিদ্যালয় ও সোশ্যাল মিডিয়ায়।
রেকর্ডিংয়ে রেজিস্ট্রার ঐ শিক্ষার্থীকে বিভিন্ন ধরণের অশ্লীল কথাবার্তা বলেন এবং অবৈধ সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। এর সূত্র ধরে রেজিস্ট্রারকে নিয়ে অনুসন্ধান শুরু হলে বেরিয়ে আসে নানা অনিয়মের অভিযোগ। নারী কেলেঙ্কারি, বেতন বৈষম্য, নিয়োগ বাণিজ্য, অনুসারীদের অধিক সুবিধা প্রদানসহ নানা অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরই প্রেক্ষিতে ১২ সেপ্টেম্বর ট্রাস্টি বোর্ডের সভায় তাকে অব্যাহতি দেয়া হয়। রেজিস্ট্রারের বিদায়ে উল্লাসে মেতে ওঠে গোটা ক্যাম্পাস।

নার্স রোবট তৈরি

মানুষের শরীরের তাপমাত্রা পরিমাপ, রোগীর সকল তথ্য ডাক্তারকে প্রদানসহ একজন নার্সের কাজ সূচারুভাবে পালনে সক্ষম রোবট তৈরি করে বিস্ময় সৃষ্টি করে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শেষ বর্ষের চার নারী শিক্ষার্থী।
দূর্গা প্রামাণিক, মৌসুমি কণা, সুমনা আক্তার ও আফরিন আহমেদ বৃষ্টির তৈরি রোবটটির নাম দেওয়া হয় অ্যাডভ্যান্সড বাইপোলার হিউম্যানয়েড ওয়াকিং রোবট তথা অ্যাভওয়ার। ২৪ সেপ্টেম্বর রোবট উদ্ভাবনের বিষয়টি জনসম্মুখে আসে।

ছাত্র সংসদের ভিপির পদত্যাগ

বছরের শেষের দিকে আবারো আলোচনায় আসে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সহ-সভাপতি (ভিপি) মো. জুয়েল রানার পদত্যাগে। ছাত্র সংসদকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রসাশনের অপ্রাসঙ্গিক নির্দেশ, গঠনতন্ত্র অনুযায়ী পরিপূর্ণ বাজেট না হওয়া, প্রসাশনিক কোন্দল ও গ্রুপিংয়ের মুখে সংসদের কার্যক্রম ব্যাহত, শিক্ষার্থীদের বিভিন্ন ন্যায্য দাবিতেও নির্বাচিত ছাত্র সংসদের অপারগতা, ক্যাম্পাস কেন্দ্রিক বিভিন্ন বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রসাশনের প্রতি অসম্মান, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট হওয়া সেই সাথে ছাত্র সংসদ প্রতিনিধিদের বড় অংশ কোর্স সম্পন্ন করে চলে যাওয়ায় একক সিদ্ধান্ত ভুল প্রমাণিত হওয়ায় নিজের অযোগ্যতা স্বীকার করে পদত্যাগ করেন তিনি। প্রশাসন বরাবর আবেগঘন এক দীর্ঘ পদত্যাগ পত্র লিখে বিদায় নেন তিনি।

সব সংগঠনের কার্যক্রম স্থগিত

বছরের শেষ চমক এটি। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন গবিসাস বাদে ক্যাম্পাসে অন্য সব সংগঠনের কার্যক্রম স্থগিতের নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৮ ডিসেম্বরের নোটিশে শিক্ষাপ্রতিষ্ঠান না খোলা পর্যন্ত গবিসাস বাদে অন্য সব সংগঠনের কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ