স্থায়ী ক্যাম্পাসের বাইরে চলবেনা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম
স্থায়ী ক্যাম্পাস থাকা বিশ্ববিদ্যালয়গুলোকে ভাড়া বাড়িতে বা স্থাপনা একাডেমিক ও শিক্ষা কার্যক্রম পরিচালনা না করতে পারে তার যথাযথ ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-কে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক স্মারক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।
এতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০-এর ৯ (১) ধারা অনুযায়ী কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় নিজস্ব জমিতে স্থায়ী ক্যাম্পাস থাকার পরও কোন ‘‘ভাড়া’’ বাড়িতে বা স্থাপনায় কোন ধরণের কার্যক্রম (প্রশাসনিক বা একাডেমিক) যেন পরিচালনা করতে না পারে এ বিষয়ে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও নির্দেশক্রমে অনুরােধ করা হলো।
এতে আরো নির্দেশনা দিয়ে বলা হয়, ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন একালাকায় অন্যূন ১ (এক) একর এবং অন্যান্য এলাকায় অন্যূন ০২ (দুই) একর নিষ্কণ্টক, অখণ্ড ও দায়মুক্ত জমি ব্যতীত অতিরিক্ত জমির প্রয়ােজন হলে স্থায়ী ক্যাম্পাসের সন্নিকটে (সর্বোচ্চ ১ কিঃ মিঃ এর মধ্যে) ইতােপূর্বে ক্রয়কৃত নিজস্ব সম্পত্তিতে শিক্ষা কার্যক্রম/ডিপার্টমেন্ট খােলার বিষয়ে সংশ্লিষ্ট বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কর্মশালার মাধ্যমে করণীয় নির্ধারণপূর্বক সুপারিশসহ প্রতিবেদন মন্ত্রণালয়ে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলো।