১৬ নভেম্বর ২০২০, ১৮:০২

ডিআইইউতে ধর্ষণবিরোধী আন্দোলনে অনলাইন প্রতিযোগিতার আয়োজন

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আঁকা ছবি  © টিডিসি ফটো

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) শিল্পকেন্দ্রর আয়োজনে ধর্ষণবিরোধী প্রতিকী আন্দোলনের জন্য ‘হোক প্রতিবাদ’ মূল প্রতিপাদ্য বিষয় রেখে অনলাইনভিত্তিক এক চিত্রাঙ্কন, অনুগল্প ও অনুকাব্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আজ সোমবার (১৬ নভেম্বর) শিল্পকেন্দ্র ডিআইইউ এর অফিসিয়াল ফেসবুক গ্রুপ থেকে বিজয়ীদের নাম ঘোশনা করা হয়৷ এক মাসব্যাপী এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ থেকে মোট ২৯ জন প্রতিযোগী এবং ৭ জন বিচারক অংশগ্রহণ করে।

প্রতিযোগীতায় চিত্রাঙ্কন বিভাগে প্রথম স্থান অধিকার করেন সিএসই বিভাগের শিক্ষার্থী মারজান ইসলাম। অনুকাব্য বিভাগে প্রথম স্থান অধিকার করেন ফার্মেসী বিভাগের শিক্ষার্থী সাইমন মারুফ এবং দ্বিতীয় স্থান অধিকার করেন সমাজবিজ্ঞান বিভাগের মোহাম্মদ আরাফাত। অনুগল্পে প্রথম স্থান অধিকার করেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী তাসলিমা রুপ পুতুল এবং দ্বিতীয় স্থান অধিকার করেন সিএসই বিভাগের শিক্ষার্থী পূর্ণ।

অনুষ্ঠানের বিচারক প্যানেলের দায়িত্ব পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ফাইন আর্টসের শিল্পী ও চট্টগ্রাম গ্রামার স্কুলের সিনিয়র চিত্রাঙ্কন শিক্ষক সঞ্জয় সরকার অক্ষয় এবং হাজী মুহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র আর্ট ইন্সট্রাক্টর মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং সার্বিক নির্দেশনায় সহযোগিতা করেছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের প্রভাষক শমির্ষ্ঠা দাশ।

ব্যাতিক্রমধর্মী এ আয়োজন সম্পর্কে ফার্মেসী বিভাগের প্রভাষক শমির্ষ্ঠা দাশ বলেন, করোনা আমাদের ঘরবন্দী করতে পারলেও আমাদের কার্যক্রম ব্যাহত করতে পারেনি। ‘হোক প্রতিবাদ’ অনলাইন প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের মেধা শানিত হোক এবং ধর্ষণ মুক্ত একটি সমাজ গঠন হক, এই প্রত্যাশা আমাদের।