ঢাবি-ব্র্যাকসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বিনা মূল্যে উদ্যোক্তা প্রশিক্ষণ
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সরকারি ও বেসরকারি চারটি বিশ্ববিদ্যালয়ের ১৫০ ছাত্রীকে বিনা মূল্যে উদ্যোক্তা কর্মশালায় অংশগ্রহণের সুযোগ দেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস।
এ লক্ষ্যে আগামী ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাসব্যাপী ইউএন উইমেনের অর্থায়নে অনলাইনে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
এ কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। কর্মশালায় আবেদনের শেষ দিন ১৬ নভেম্বর।
‘উইমেন এন্ট্রাপ্রেনিউরশিপ ট্রেনিং’ শীর্ষক এই আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০ জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২৫ জন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২৫ জন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ৫০ জনসহ মোট ১৫০ ছাত্রী অংশগ্রহণ করতে পারবেন।