০৪ নভেম্বর ২০২০, ১৬:০৬

বাইক দুর্ঘটনায় ড্যাফোডিল ছাত্রের মৃত্যু

  © প্রতীকি ছবি

ঢাকার সাভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ড্যাফোডিল ইন্টারন্যাশল ইউনির্ভাসিটির এক ছাত্রের মত্যু হয়েছে। আজ বুধবার (৪ নভেম্বর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার বাইপাইলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাকিব আহমেদ আশুলিয়ায় চিত্রশাইল কাঠালতলা এলাকার ইমান উদ্দিনের ছেলে। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশল ইউনির্ভাসিটিতে সফটওয়ার ইঞ্চিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।

সাভার হাইওয়ে থানার ওসি গোলাম মোস্তাফা বলেন, ঢাকাগামী অজ্ঞাত কোন গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী নাকিবের মৃত্যু হয়। পরে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ। গাড়িটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।