২০ শতাংশ টিউশন ফিসহ অন্যান্য ফি মওকুফের সিদ্ধান্ত নর্থ সাউথের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ অক্টোবর ২০২০, ০১:৪৭ PM , আপডেট: ২০ অক্টোবর ২০২০, ০২:৪৯ PM
করোনা সংক্রমণ পরিস্থিতির জন্য নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ২০ শতাংশ টিউশন ফিসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সকল ধরনের ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও প্রাণঘাতি করোনায় আক্রান্ত হয়ে যেসব শিক্ষার্থীর বাবা মারা গেছেন, তাদের বেতন-ফি মওকুফেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একজন ট্রাস্টি বোর্ডের সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। আজকের মধ্যেই এ বিষয়ে শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হবে বলে জানা গেছে।
এর আগে চলমান পরিস্থিতিতে বেশি এবং অপ্রয়োজনীয় খরচ দেখিয়ে বাড়তি টিউশন ফি আদায় করায় কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন এনএসইউএর শিক্ষার্থীরা। ছয় দফা দাবি নিয়ে আন্দোলনের শুরু থেকেই বিশ্ববিদ্যালয়টির এক নম্বর গেট দখল করে রেখেছিলেন তারা।
সব শিক্ষার্থীর ২০ শতাংশ টিউশন ফি ওয়েভার, অর্থনৈতিক সমস্যাগ্রস্ত শিক্ষার্থীদের শতভাগ ওয়েভার প্রদান, সেমিস্টার ফির সঙ্গে অতিরিক্ত অর্থ আদায় না করা, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধ করাসহ ছয়টি সুনির্দিষ্ট দাবি নিয়ে তারা আন্দোলন করছেন শিক্ষার্থীরা।