স্থায়ী ক্যাম্পাসের চেয়ে শিক্ষার মান বেশি জরুরি
বেসকারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের চেয়ে শিক্ষার মানের বিষয়ে জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তবে অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনাকারীদের হুশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।
বুধবার দুপুরে করোনাকালীন শিক্ষার বিভিন্ন ইস্যু নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনির সাংবাদিক প্রশ্নোত্তর পর্বে সম্পুরক উত্তরে তিনি একথা জানান।
তিনি বলেন, শিক্ষার মানের দিকে আপনি (শিক্ষামন্ত্রী) সবচেয়ে বেশি জোর দিচ্ছেন। ক্যাম্পাস থাকা না থাকা, বিল্ডিং করা না করার চাইতে শিক্ষার মানটা জরুরি। এবং তাদের যে আর্থিক অস্বচ্ছতা আছে যে এক টাকার জিনিস সেটা বেশি টাকার কিনিয়ে দেখিয়ে যে বিষষয়গুলো সেদিকে আপনি বেশি জোর দিচ্ছেন।
এ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, অনিয়ম করলে কাউকে ছাড় দেয়ার প্রশ্নই আসে না, সেটি যে প্রতিষ্ঠানই হোক। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনেকেই ক্ষেত্রে নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার ক্ষেত্রে ব্যত্তয় ঘটেছে। কিন্তু অনেকেই কিন্তু নিজস্ব ক্যাম্পাসে গেছেন, সকলে কিন্তু যাননি। যারা যাননি তাদেন আমরা চিহ্নিত করে আবারো সতর্ক করেছি এবং তাড়া দিয়েছি নাজস্ব ক্যাম্পাসে যেতে। তাদের নির্দিষ্ট সময় বেঁধে দেয়া হয়েছে। আমাদের যে যে ব্যবস্থা গ্রহণ করার সক্ষমতা রয়েছে তাই আমরা করব।