০৮ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৩

ফেসবুকে নিয়োগ পাওয়া দিয়া আইইউবি গ্র্যাজুয়েট

  © ফাইল ফটো

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বাংলাদেশে কান্ট্রি ম্যানেজার নিয়োগ দিয়েছে। আর লোভনীয় ও মর্যাদাপূর্ণ এই পদে নিয়োগ পেয়েছেন বেসরকারি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (আইইউবি) প্রাক্তন শিক্ষার্থী সাবহানাজ রশীদ দিয়া। দিয়া আইইউবি’র অর্থনীতি ও যোগাযোগ বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, দিয়াকে গত জুলাই মাসে নিয়োগ দেয় ফেসবুক। তিনি বাংলা ভাষা ও বাংলাদেশের পলিসি বিষয়ে কাজ করবেন। গতকাল সোমবার (০৭ সেপ্টেম্বর) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে ফেসবুকের একটি ভার্চুয়াল বৈঠক হয়। বৈঠকে দিয়াকে বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন ফেসবুক কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, আইইউবি ছাড়াও সাবহানাজ রশীদ দিয়া যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে পাবলিক পলিসি ও ডাটা সায়েন্সে মাস্টার ডিগ্রি অর্জন করেন। তিনি ১০ বছর ধরে ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভ নামের একটি অলাভজনক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি গুগল, বিশ্বব্যাংক, ইউএসএইডসহ বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।