বেসরকারি বিশ্ববিদ্যালয়
ভিসি-প্রোভিসি-ট্রেজারার নিয়োগ দিতে প্যানেল পাঠানোর নির্দেশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ আগস্ট ২০২০, ০৫:১২ PM , আপডেট: ২৪ আগস্ট ২০২০, ০৫:১২ PM
যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার পদ শূন্য রয়েছে তা পূরণের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোকে তিন জনের প্যানেল প্রস্তুতপূর্বক প্রস্তাব মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠাতে বলা হয়েছে। এ সময়ের মধ্যে তা পাঠাতে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা নেবে বলে হুশিয়ারি দিয়েছে মন্ত্রণালয়।
রবিবার (২৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখার উপসচিব আ ন ম তরিকুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বিষয়টি জানানো হয়। এই আদেশের অনুলিপি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।
এর আগে গত ১৩ আগস্ট যেসব সরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি ও প্রো-ভিসির পদ খালি রয়েছে তা পূরণ করতে ১০ শতাংশ সিনিয়র অধ্যাপকদের তালিকা পাঠানোর নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক আদেশে, আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে জ্যেষ্ঠতার ক্রমানুসারে ১০ শতাংশ অধ্যাপকের জীবনবৃত্তান্তসহ নামের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছিল।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে দেশের তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং এবং ২৫টি প্রো-ভিসির পদ শূন্য রয়েছে। এছাড়া ১৯ টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং ৮৩টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসির পদ শূন্য রয়েছে।
বিশ্ববিদ্যালয়গুলোর এসব শীর্ষ পদে দ্রুত নিয়োগ দিতে গত ৯ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের এক ভার্চুয়াল মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছিল। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সভার সভাপতিত্ব করেন।