আইআইইউসি শিক্ষার্থীদের ৪ দাবিতে ক্লাস বর্জন
- আইআইইউসি প্রতিনিধি
- প্রকাশ: ০৪ জুলাই ২০২০, ১২:০৩ PM , আপডেট: ০৪ জুলাই ২০২০, ১২:০৩ PM
চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি)’র সাধারণ শিক্ষার্থীরা সেমিষ্টার ও টিউশন ফি’র উপর ৫০ শতাংশ ওয়েভারসহ ৪ দাবিতে অনলাইন ক্লাস বর্জনের ঘোষনা দিয়েছে।
এর আগে গত (২ এপ্রিল) সম্মান শ্রেণীর নতুন সেমিষ্টারের অনলাইন ক্লাস ৪ এপ্রিল শুরুর কথা আইআইইউসি’র অ্যাডিশনাল রেজিস্টার মো. সুলাইমান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আন্দোলনকারি সাধারণ শিক্ষার্থীরা বলছেন। তারা আগামী ১০ জুলাই পর্যন্ত দেখবে, এর মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দাবি না মানলে তারা ক্লাস বর্জন অব্যাহত রাখার পাশাপাশি আরো কঠোর কর্মসূচি দিবে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন- ৫০ শতাংশ ওয়েভার’র দাবী সম্পূর্ণ যৌক্তিক বিশ্ববিদ্যালয় প্রশাসন টেকনিক্যালি একটা নির্দিষ্ট সময় বেধে দিয়ে ১০ শতাংশ ছাড়ের গল্প শুনাচ্ছে যা হাস্যকর। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই করোনাকালে শিক্ষার্থীদের সাথে অমানবিক ব্যাবহার করছে যা কোনভাবে কাম্য নয়।