এসইউবিতে ভর্তি কার্যক্রম শুরু
বাংলাদেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনার আলোকে এবং করোনা পরিস্থিতির সাথে সমন্বয় রেখে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) ভর্তি কার্যক্রম শুরু করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন গ্রীষ্মকালীন সেমিস্টারের আওতায় অনলাইনে আজ সোমবার (১ জুন) থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
এসইউবি’র স্থাপত্য, বিজনেস স্টাডিজ, সাংবাদিকতা, যোগাযোগ ও গণমাধ্যম অধ্যয়ন, ইংরেজি, সিএসই, ফার্মেসি, আইন ও খাদ্য প্রকৌশল বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে এবং জনস্বাস্থ্য ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে শুধুমাত্র স্নাতকোত্তর পর্যায়ে এসব ভর্তি চলবে।
ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য অনলাইন লিংক- www.sub.edu.bd/admission এবং যোগাযোগের নম্বর- ০১৭৬৬৬৬২১২০ ও ০১৭৬৬৬৬৩৩০১।
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র সাত মসজিদ সড়কের মেইন ক্যাম্পাস, কলাবাগান বিজয় ক্যাম্পাস ও দক্ষিণ পূর্বাচলের স্থায়ী ক্যাম্পাসের জন্য ভর্তি নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।