স্বামীর পর নিজেও গুগলে ডাক পেলেন নর্থ সাউথ ছাত্রী নাবিলা

  © সংগৃহীত

গুগলের সফটওয়্যার প্রকৌশলী হিসেবে এবার ডাক পেয়েছেন দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের ছাত্রী নাবিলা আহমেদ। ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসেবে তিনিই প্রথম গুগলে ডাক পেলেন। শিগগিরিই তিনি গুগলের লন্ডন অফিসে যোগ দেবেন বলে জানা গেছে। এর আগে ওই ছাত্রীর স্বামী ও নর্থ সাউথের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ সামিউল আলম গুগলে যোগ দেন।

সুদীপ্তা মন্ডল নামের ওই ছাত্রীর এক সহপাঠী জানান, নর্থ সাউথ থেকে আমরা আরেকজন গুগলার পেয়েছি। এ বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রী হিসেবে তিনিই প্রথম গুগলে ডাক পেয়েছেন। নাবিলা বর্তমানে থটওয়ার্কস নামে একটি কোম্পানীতে ডেভেলপার হিসেবে কাজ করছেন বলে জানা গেছে।

এর আগে গত সপ্তাহে অনিক সরকার নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থী গুগলে ডাক পেয়েছিলেন। সফটওয়্যার প্রকৌশলী হিসেবে ডাক পাওয়া এই ছাত্রের কর্মস্থল গুগলের ইউরোপীয় হেড অফিস ডাবলিনে।


সর্বশেষ সংবাদ