১১ মে ২০২০, ১৭:০২

লিডিং ইউনিভার্সিটি শিক্ষার্থীদের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

  © টিডিসি ফটো

বর্তমানে বিশ্বব্যাপী নোভেল করোনাভাইরাসের সংক্রমণ মহামারি আকার ধারণ করেছে। কোভিড-১৯-এর ভয়াল থাবায় বিশ্ব আজ লন্ডভন্ড। সারা বিশ্বে প্রায় আড়াই লাখের মতো মানুষ ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে। সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির এল.এল.বি (সম্মান) ৪০তম ব্যাচ (১ম সেমিস্টার) এর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

দেশ জুড়ে লকডাউনে স্তব্ধ হয়ে গেছে মানুষের জীবনযাত্রা। এই বিপর্যয়ে অক্লান্ত পরিশ্রম করে পাশে থেকে সহযোগিতা করার জন্য এর ৪০তম ব্যাচের ধন্যবাদ জানান খাদ্যসামগ্রী পাওয়া মানুষগুলো। এলাকার বিভিন্ন জায়গায় করোনাভাইরাসের কারনে আটকে থাকা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় এই খাদ্য সামগ্রী।

উল্লেখ্য, এই ব্যাচের শিক্ষার্থীরা করোনা সংক্রমণের পর থেকেই অনলাইনে এবং অফলাইনে বেশ কিছু সামাজিক সচেতনতামূলক কর্মসূচিও পালন করে আসছে।