ছুটির মেয়াদ বেড়েছে গণ বিশ্ববিদ্যালয়ে
- গবি প্রতিনিধি
- প্রকাশ: ০৫ মে ২০২০, ১২:৫৮ PM , আপডেট: ০৫ মে ২০২০, ১২:৫৮ PM
করোনাভাইরাসের ফলে উদ্ভুত পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আবারো ছুটির মেয়াদ বাড়ালো সাভারের গণবিশ্ববিদ্যালয় (গবি)। সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী ১৬ মে পর্যন্ত এ বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহকারী রেজিষ্ট্রার আবু মুহাম্মদ মুকাম্মেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লিখিত সময় পর্যন্ত ক্যাম্পাস ভিত্তিক সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
তবে কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আগামী ১৬ মে পর্যন্ত গণ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ভিত্তিক সকল কার্যক্রম বন্ধ থাকলেও অনলাইনে ক্লাস চালু থাকবে। অনলাইনে অধিক সংখ্যক শিক্ষার্থী সম্পৃক্ত করার উপর গুরুত্ব আরোপ করে উন্নয়ন ও তদারকি কমিটির সভাপতিও সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল, যত্নবান ও তৎপর হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের জরুরী বিভাগ অর্থাৎ ডেইরি ফার্ম, বিদ্যুৎ ও নিরাপত্তা বিভাগ যথা নিয়মে খোলা থাকার কথাও বলা হয়েছে।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের জরুরী প্রয়োজনে কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে প্রয়োজন হলে ঊর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে দায়িত্ব পালন করতে হবে বলেও নোটিশে জানানো হয়।
উল্লেখ্য, গত ১৬ মার্চ সরকারী নির্দেশনা মোতাবেক দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রথম দফায় ১ মার্চ পর্যন্ত গণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছিল গবি প্রশাসন। ২য় দফায় মেয়াদ বাড়ে ১ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত। তৃতীয় দফায় ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধের মেয়াদ বাড়ানো হয়। এবার চতুর্থ দফায় ১৬ মে পর্যন্ত বন্ধের নির্দেশনা দেওয়া হয়।