অনলাইনে ক্লাস-পরীক্ষা ও ভর্তি নিতে পারবে বেসরকারি বিশ্ববিদ্যালয়

নোভেল করোনাভাইরাসের কারণে সৃষ্টি পরিস্থিতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নানা কার্যক্রমে শর্ত শিথিল করতে যাচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ ক্ষেত্রে অনলাইনে ক্লাস, সেমিস্টার ফাইনাল ও অন্যান্য পরীক্ষা এবং ভর্তি কার্যক্রম চালাতে পারবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। তবে শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি আদায়ের ক্ষেত্রে কোনো ধরণের চাপ দিতে পারবে না। সেই সঙ্গে কোনো শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা কিংবা চাকরি সংক্রান্ত সমস্যাও সৃষ্টি করা যাবে না।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনলাইন বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সভাসূত্রে এসব তথ্য জানা গেছে। বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহসহ বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পড়ুন: প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি আদায়ে ‘ইনস্টলমেন্ট’ বাড়ছে: ইউজিসি

বৈঠকে সিদ্ধান্ত হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটি তাদের পরীক্ষা সংক্রান্ত সকল বিষয় ঠিক করবে। অন্যদিকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো তাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা কীভাবে নেবে, সে বিষয়ে করণীয় ঠিক করে দেবে কমিশন। পাশাপাশি আগামী সেমিস্টারের ভর্তি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে; সে বিষয়ে পূর্ণাঙ্গ গাইডলাইন দেবে। 

বৈঠকে ছাত্র-ছাত্রীদের মিডটার্ম ও ফাইনাল পরীক্ষার বিষয়ে বলা হয়, প্রাথমিকভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য কয়েকটি অপশন দেবে ইউজিসি। এ ক্ষেত্রে আগামী সেমিস্টারের শুরুতে বর্তমান সেমিস্টারের পরীক্ষা নিতে পারে। এছাড়াও আন্তর্জাতিকভাবে যেসব পদ্ধতিতে অনলাইন পরীক্ষা, সেই প্রক্রিয়াও অনুসরণ করা যাবে। তবে পরীক্ষার কারণ দেখিয়ে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টিউশন ফি আদায়ের জন্য চাপ দেয়া যাবে না।

সভায় অংশ নেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। দ্যা ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে দেশের উচ্চশিক্ষা খাতে যে সংকট দেখা দিয়েছিল, আজকের (গতকাল) সভায় সেটি দূর হয়েছে। অনলাইনে পরীক্ষা ও সিদ্ধান্ত গ্রহণের অনুমোদনের বিষয়টি খুবই ইতিবাচক। এক্ষেত্রে ইউজিসি আমাদের নির্দেশনা দেবে, আমরাও আমাদের কিছু প্রস্তাবনা দেব। সবমিলিয়ে অনলাইনেই উচ্চশিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে সরকারের এ উদ্যোগ খুবই প্রশংসনীয়।

বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শেখ কবির হোসেন বলেন, শিক্ষামন্ত্রী সভার সমাপনী বক্তব্যে বলেছেন, দেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সব কার্যক্রম অনলাইনে চলবে। এ কথায় সব পরিষ্কার হয়ে গেছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সংকট নতুন এ সিদ্ধান্তে অনেকটাই কাটিয়ে উঠবে বলে মনে করি। এখন ইউজিসি যে গাইডলাইন করবে, সেখানে আমরা কিছু সুপারিশ তুলে ধরবো।

পড়ুন: সব বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস বাধ্যতামূলক হচ্ছে

বৈঠকে আরো বলা হয়, স্কুল-কলেজের পাশাপাশি দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোতেও অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করতে হবে। এ ক্ষেত্রে কোন উপায়ে চালু হবে, সে বিষয়ে দ্রুতই করণীয় ঠিক করা হবে।

বিষয়টি সম্পর্কে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ গণমাধ্যমকে বলেন, করোনা পরিস্থিতিতে আমরা পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদালয়ের পাঠদানসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে যে আলোচনা হয়েছে যে, তা হলো- ইউজিসি প্রদত্ত এর আগের নির্দেশনা অনুযায়ী বর্তমান (স্প্রিং-২০২০) সেমিস্টার চলবে। আমরা আগামী এক সপ্তাহের মধ্যে একটি গাইডলাইন প্রকাশ করবে, যেখানেবর্তমান সেমিস্টারের পরীক্ষা ও আগামী সেমিস্টারের সার্বিক নির্দেশনা থাকবে।


সর্বশেষ সংবাদ