চলে গেলেন গণ বিশ্ববিদ্যালয় শিক্ষিকা ড. আবেদা আফরোজা
- গবি প্রতিনিধি
- প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ০৭:২৩ PM , আপডেট: ২৩ এপ্রিল ২০২০, ০৭:৪০ PM
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান এবং সিনিয়র সহকারী অধ্যাপক ড. আবেদা আফরোজা আর নেই। আজ দুপুর আড়াইটার সময় ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জানা যায়, জন্মগতভাবেই কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন ড. আবেদা আফরোজা। দুইবছর আগে জীবন ধারণের অপরিহার্য দুটো কিডনিই বিকল হয়ে যাওয়ায় নিয়মিত ডায়ালাইসিস করে জীবন চালাতেন। অবশেষে আজ চলে গেলেন। আজ বাদ এশায় পাবনায় তার নিজ বাড়িতে জানাযা শেষে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে।
মৃত্যুকালে তিনি এক ছেলে এবং একমেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখেন গেছেন। তার মৃত্যুতে গণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও সহকর্মী, ছাত্র-ছাত্রী এবং শুভ্যানুধ্যায়ী সহ গভীর শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ড. আবেদা আফরোজা ২০০৩ সালে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে যোগদান করেন।