১৮ এপ্রিল ২০২০, ১৭:২৯

জরুরী রক্ত সরবরাহ সেবা দেবে গণস্বাস্থ্য কেন্দ্র

  © টিডিসি ফটো

সারাদেশে করোনার সংকটময় মুহুর্তে বিপাকে পড়েছেন জরুরী ভিত্তিতে রক্তের প্রয়োজনে থাকা রোগীরা। সিজার, থ্যালাসেমিয়া, ডায়ালাইসিস, ক্যান্সার, জরুরী অপারেশনের রোগীদের জন্য যেকোনো মুহুর্তে রক্তের প্রয়োজন পড়ে। এ সকল রোগীদের কথা মাথায় রেখে এগিয়ে এসেছে ডা. এড্রিক বেকার ব্লাড ফাউন্ডেশন।

করোনা সঙ্কটের মধ্যেও দ্রুত সময়ে রক্ত সরবরাহের এ উদ্দ্যোগ নিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্র এবং গণ বিশ্ববিদ্যালয় (গবি) ফিজিওথেপি বিভাগের শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ডা. এড্রিক বেকার ব্লাড ফাউন্ডেশন।

জরুরী রক্ত সরবরাহ সেবার বিষয়ে ডা. এড্রিক বেকার ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মো. শরিফুল ইসলাম বলেন, রোগীর জরুরী রক্তের প্রয়োজনে সেচ্ছাসেবী দল রক্তদাতার (ব্লাড ডোনার) সাথে যোগাযোগ করে রক্তদাতার সুবিধামতো স্থান থেকে গণস্বাস্থ্য কেন্দ্রের এম্বুলেন্স দক্ষ মেডিক্যাল টেকনোলজিস্ট সহ গিয়ে রক্ত সংগ্রহ করে রোগীর কাছে পৌঁছে দিবে। প্রয়োজনে যথেষ্ট নিরাপত্তা বজায় রেখে রক্তদাতার বাসা থেকে রক্ত সংগ্রহের ব্যবস্থা থাকবে।

রোগীর লোক বা হাসপাতাল থেকে ডা. এড্রিক বেকার ব্লাড ফাউন্ডেশনের কল সেন্টারে +8801754 925692, +8801674 931089, +8801794 340149 কল দিয়ে জানালেই গণস্বাস্থ্যের জরুরী রক্ত সরবরাহ সেবা পাওয়া যাবে।