১৭ এপ্রিল ২০২০, ১৭:২৭

গণস্বাস্থ্য কেন্দ্রের ত্রাণ পেল গাজীপুরের ২০০ পরিবার

  © টিডিসি ফটো

প্রতিমাসে ১০ হজার হতদরিদ্র পরিবারকে খাদ্য সহায়তার উদ্দ্যোগ নিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। তাদের খাদ্য সহায়তার ধারাবিকতায় এবার গাজীপুরের ২০০ পরিবারকে ত্রাণ দিয়েছে বেসরকারি প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) গাজীপুর কাশিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে অসহায়, হতদরিদ্র পরিবারের মাঝে এ কার্যক্রম সম্পন্ন হয়।

পানিশাইল গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপক মো. আনিছুর রহমান বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র থেকে পাঠানো খাদ্য সহায়তা গরিব মানুষের মাঝে পৌঁছে দিয়েছি। গণস্বাস্থ্যের নিজস্ব অর্থায়নে খাদ্য সহায়তা চালিয়ে যাওয়া খুব কঠিন। আমরা আশা করবো দেশের এই ক্রান্তিলগ্নে গণস্বাস্থ্যের মাসিক খাদ্য সহায়তা কর্মসূচিতে দেশের বৃত্তবানরা সহযোগিতা করবেন।

খাদ্য সহায়তা বিতরণের সময় গাজীপুর ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ওসমান গনি লিটন, পানিশাইল গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও সকল কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও এপ্রিল মাসে গাজীপুর জেলার শ্রীপুর গণস্বাস্থ্য কেন্দ্র, বরমী গণস্বাস্থ্য উপকেন্দ্র থেকে গণস্বাস্থ্যের কর্ম এলাকায় খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।