বৈশাখী উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে গবি ছাত্র পরিষদ
করোনাভাইরাস থেকে রক্ষা পেতে নিজের প্রতিষ্ঠানের সবাইকে ছুটি দিয়েছিল সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি)। বেশিরভাগ মানুষ ছুটি পেলেও ছুটি পায়নি জুরুরি দায়িত্বে থাকা কর্মজীবিরা। নিরাপত্তা ও পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত এসব কর্মীদের দুশ্চিন্তার অন্ত নেই। খাবার এবং করোনা আতঙ্কে থাকা এসব সাধারণ মানুষের মাঝে বৈশাখী উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে গবি শাখা সাধারণ ছাত্র পরিষদ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে ক্যাম্পাসের একাডেমিক ভবনের সামনে গণ বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্র পরিষদের উদ্যোগে এ কার্যক্রম সম্পন্ন হয়। বিতরণকৃত বৈশাখী উপহার সমূহের মধ্যে ছিল চাউল, তেল, আলু, পেয়াজ ও লবণ।
আয়োজক সংগঠনের উপদেষ্টামন্ডলী এবং বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সহযোগিতায় এ সময় উপস্থিত ছিলেন ফিজিওথেরাপি অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ডা. আমিনুল ইসলাম (পিটি)। তিনি উপস্থিত সকলকে করোনা প্রতিরোধে করণীয় ও বর্জনীয় দিক সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র পরিষদের সভাপতি রনি আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রনি, প্রতিষ্ঠাতা শেখ খোদারনুর রনি।
এসময় বক্তারা বলেন, করোনার সংক্রমণ ঠেকাতে আপনারা ক্যাম্পাসে নিজেদের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রাখবেন এবং সকল স্বাস্থ্যবিধি মেনে চলবেন। চাইলেই আপনারা ক্যাম্পাসে হোম কোয়ারেন্টাইনের পরিবেশ তৈরী করতে পারেন। কারণ ক্যাম্পাসে বর্তমানে কোনো জনসমাগম নেই। এটা আপনাদের জন্য বাসার মত নিরাপদ জায়গা।
তারা বলেন, সংক্রমণ এড়াতে আপনারা শিফটে দায়িত্ব পালন করতে পারেন। এতে ঝুঁকি অনেক কমে যাবে। এছাড়া ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ করতে না দেয়ার জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান তারা। নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কর্মী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ঝালমুড়ি, ফুসকা, ভেলপুরি, চটপটি, পিঠা বিক্রেতা এবং নানির দোকানেও বৈশাখী উপহার পৌছে দেয়া হয়।