সেমিস্টার ফি’র টাকা নিয়ে ছিন্নমূলদের পাশে নর্থ সাউথ শিক্ষার্থী সাবা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ০৫:২৩ PM , আপডেট: ০৮ এপ্রিল ২০২০, ০৫:২৩ PM
সেমিস্টার ফি’র জন্য নিজের জমানো টাকায় করোনায় ছিন্নমূল অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাবরিনা সাবা। তিনি বিশ্ববিদ্যালয়ের ১০ম সেমিস্টারের শিক্ষার্থী। এছাড়া সাবা কণ্ঠশিল্পী হিসেবেও বেশ পরিচিত।
সাবরিনা সাবা বললেন, আমার সামর্থ্যে যতটুকু কুলাচ্ছে ততোটুকু করার চেষ্টা করছি। প্রত্যেক সামর্থ্যবানদের তাদের চারপাশের অনাহারী মানুষগুলোর খেয়াল রাখা উচিত।
সাবা জানান, রাজধানীতে কিছু পরিবারের কাছে ইতোমধ্যেই তার দেওয়া খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। তিনি বলেন, ঢাকার বাইরে যারা আছেন একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে তাদের পেয়েছি। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠিয়েছি।
সাবার দেওয়া এ খাদ্যসামগ্রীর মধ্যে থাকছে চাল, আলু, পেঁয়াজ, আটা, তেল ইত্যাদি।
তিনি বলেন, জীবনের কোনো গ্যারান্টি নেই। কখন কী হয়ে যায় বলা মুশকিল। বেঁচে থাকলে টাকা পয়সা আবার আসবে। নতুন গান, মিউজিক ভিডিও আরও অনেক করতে পারবো। কিন্তু কিছু মানুষ আমাকে ভালোবাসা প্রদর্শন করেছে। এই সংকটকালে আমার সামর্থ্যের মধ্যে থেকেই ওইসব অসচ্ছল মানুষের পাশে থাকছি পারছি এটা অনেক প্রশান্তির।