আইআইইউসি
চীনা শিক্ষার্থীদের করোনা প্রতিরোধক কিট দিল দূতাবাস
- আইআইইউসি প্রতিনিধি
- প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ০৯:১০ PM , আপডেট: ২৮ মার্চ ২০২০, ০৯:১০ PM
চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) অধ্যয়নরত চীনা ছাত্রদের মাঝে করোনা প্রতিরোধক কিট বিতরণ করেছে বাংলাদেশে অবস্থিত চায়না দূতাবাস।
আজ শনিবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ চায়না দূতাবাস থেকে তিনসদস্যের প্রতিনিধি দল এসে চায়নিজ শিক্ষার্থীদের মাঝে করোনা প্রতিরোধক সামগ্রী বিতরণসহ তাদের সার্বিক খোঁজখবর নেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কর্ণেল মোহাম্মাদ কাশেম পি এস সি (অব.) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ক্যাম্পাসে চায়না দূতাবাসের লোকজন এসেছিলো এবং আমাদের চীনা ছাত্রদের মাঝে করোনা সচেতনাসহ এ ভাইরাসের প্রতিরোধক সামগ্রী বিতরণ করছে। এজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুস্তফা মুনীর চৌধূরী বলেন, আমরা আমাদের চীনা ছাত্রদের খুব ভালোভাবে পর্যোবেক্ষন করি, পাশাপাশি তাদের দেশও তাদেরকে মনিটরিংয়ের মধ্যে রেখেছে। এটা জেনে আমরা সস্থি অনূভ্ করছি। ধন্যবাদ জানাই চীনা দূতাবাসসহ সংশ্লিষ্ট সবাইকে।
দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে অধ্যয়নরত চীনের এক শিক্ষার্থী বলেন, আমরা সত্যিই অভিভূত আমাদের এই ক্রান্তিকালে তারা আমাদের ভূলে যায়নি। অনূভূতি প্রকাশ করার ভাষা নেই আমাদের। শুধু এতটুকুই বলবো ভালো থাকুক আমার দেশ, ভালো থাকুক বিশ্ববাসি।