আইআইইউসিতে সাইবার সিকিউরিটি প্রফেশনাল শীর্ষক সেমিনার

  © টিডিসি ফটো

আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) টেলিকম ক্লাবের উদ্যোগে ‘সাইবার সিকিউরিটি প্রফেশনাল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম সেমিনার রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টেলিকম ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও ইলেকট্রনিকস এন্ড টেলিকমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের এসিস্টেন্ট প্রফেসর মোহাম্মদ ইব্রাহিম রুপম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী আজাদী এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জাহিদুল হক নওশাদ।

এর আগে স্টুডেন্টদের স্বতস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে সেমিনার শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশেষ অতিথি এবং ইলেকট্রনিকস এন্ড টেলিকমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসীম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী আজাদী বলেন, এই ধরনের সেমিনার ছাত্রদের ক্যারিয়ার নিয়ে সঠিক দিক নির্দেশনা দেবে।

সেমিনারের সেশন পরিচালনা করেন প্রধান বক্তা ইন্জিনিয়ার জাহিদুল হক নওশাদ। এতে তিনি সাইবার সিকিউরিটি-এর খুঁটিনাটি এবং বাংলাদেশ এবং সারাবিশ্বে এই ফিল্ডের প্রয়োজনীয়তা তুলে ধরেন। চতুর্থ শিল্প বিপ্লবে এই ফিল্ডের গুরুত্ব সম্পর্কে বিশদ আলোচনা করেন।

টেলিকম ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মো. ইব্রাহিম রুপম এর বক্তব্যের মধ্য দিয়ে সেমিনারটি শেষ করেন। এসময় তিনি সেমিনারটি সফলভাবে আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।


সর্বশেষ সংবাদ