আইইউবিএটিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস্ এগ্রিকালচার এন্ড টেকনোলজিতে (আইইউবিএটি) বসেছিল সংসদীয় পদ্ধতিতে জাতীয় বিতর্কের ২য় আসর। সফলতার সঙ্গে ‘আইইউবিএটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২০’ আয়োজনটি সম্পন্ন করে ডিবেটিং ফোরাম অব আইইউবিএটি।
আইইউবিএটির ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৮ , ২৯ ফেব্রুয়ারি এবং ১লা মার্চ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এই বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়। উৎসবমুখর এই প্রতিযোগিতায় দেশের স্বনামধন্য ৩০টি স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের মোট ৪০টি দল অংশগ্রহণ করে।
ফাইনাল রাউন্ডে আদমজী ক্যান্টনমেন্ট কলেজকে হারিয়ে বিজয়ী হয়েছে রাজউক উত্তরা মডেল কলেজের একটি দল।বিজয়ী এবং রানার্স আপ দলকে ট্রফি এবং নগদ অর্থ দেওয়া হয়। ‘আইইউবিএটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২০-এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চলচ্চিত্রাভিনেতা আলমগীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবিএটি কোষাধ্যক্ষ এবং ডিবেটিং ফোরাম অব আইইউবিএটি-এর প্রধান উপদেষ্টা অধ্যাপক সেলিনা নার্গিস, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, এবং সভাপতিত্ব করেন আইইউবিএটির উপাচার্য প্রফেসর ড. আব্দুর রব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. বিজয় লাল বসু আরো বক্তব্য রাখেন ইংরেজি ডিপার্টমেন্ট এর চেয়ার এবং আইইউবিএটি ডিবেটিং ফোরাম এর উপদেষ্টা অধ্যাপক ড.মমতাজুর রহমান।
‘আইইউবিএটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২০ পরিচালনা করেন আইইউবিএটির সহকারী অধ্যাপক ও উপ-পরিচালক, আন্তর্জাতিক প্রোগ্রাম মোঃ সাদেকুল ইসলাম।