০৮ মার্চ ২০২০, ১৫:৩১

নারী দিবসে গবিতে আলোচনা সভা ও শোভাযাত্রা

  © টিডিসি ফটো

নারী এবং পুরুষ বলে কোন বিভাজন নেই, উভয়েই মানুষ। নারীকে মানুষ হিসেবে দেখতে হবে, তাঁদের কোনো দিবসের মধ্যে ফেলা যাবে না। নারী-পুরুষ মিলেমিশেই আমাদের সমাজ। একটি দেশের সামগ্রিক উন্নতিতে একজন পুরুষের যতটা ভূমিকা আছে ঠিক ততটুকু একজন নারীরও। এক্ষেত্রে একজন পুরুষ সমাজে যেভাবে অধিকার নিয়ে, স্বাধীনতা নিয়ে বাঁচতে পারে, ঠিক সেভাবে একজন নারীকেও বাঁচতে দিতে হবে। তবেই নারী তাঁর অধিকার ফিরে পাবে। রবিবার (০৮ মার্চ) দুপুরে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মনসুর মুসা, ভৌত ও গাণিতীক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী, ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম রলিফ প্রমুখ।

বক্তারা বলেন, নারীর অগ্রগতিতে পরিবারের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ । পরিবারের সমর্থন থাকলে নারীরা সকল বাঁধা অতিক্রম করে নিজেকে ক্ষমতার আসনে প্রতিষ্ঠিত করতে পারে। পরিবারের সমর্থন আছে বলেই আজকের মেয়েরা বড় বড় প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছে। সব পরিবারের উচিত তার মেয়ে সন্তানকে ইতিবাচক হিসেবে দেখা।

দিবসটি উপলক্ষে সকালে গণস্বাস্থ্য কেন্দ্র থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এ সময় 'রাষ্ট্র এবং পরিবারে, সমান হবে অধিকার', 'নারী ও শিশু নির্যাতন বন্ধ করো', 'বাসে ঘাটে রাজপথে, চলতে চাই নিরাপদে', 'নিজের হাতে কাজ করি, নিজের ভাগ্য নিজে গড়ি', ' নারী তুমি নও দুর্বল, সবার চেয়ে তুমিই সবল' 'আওয়াজ তোলো প্রতিবাদ করো' ইত্যাদি স্লোগানের মাধ্যমে নারীদের সমান অধিকারের দাবি জানানো হয়।

'নারী তুমি এগিয়ে চলো' প্রতিপাদ্যে শোভাযাত্রায় গণস্বাস্থ্য কেন্দ্র, গণ বিশ্ববিদ্যালয় ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল গণ বিশ্ববিদ্যালয় সোশ্যাল ডেভোলপমেন্ট সেন্টার।