ভারতে ইয়ুথ ফেস্টিভ্যালে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী
ভারতে অনুষ্ঠিত ১৩তম সাউথ এশিয়ান ইউনিভার্সিটিজ ইয়ুথ ফেস্টিভ্যালে (সফেস্ট) সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের (এসইইউ) চারজন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নেতৃত্বে দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ফেস্টে অংশ নেয়।
এসোসিয়েশন অব ইন্ডিয়ান ইউনিভার্সিটির উদ্যোগে গত ২৪-২৮ ফেব্রুয়ারি ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ে সফেস্ট আয়োজন করা হয়। এতে এসইইউ শিক্ষার্থী মো. শাখাওয়াত হোসেন ও বিধান চন্দ্র দে ফোক ডান্স এবং ক্লে মডেলিংয়ে এবং মো: মেজবাউর রহমান মিজু বিতর্ক ও এলোকিউশনে অংশগ্রহণ করেন। এছাড়া মো. ইয়াছিন আরাফাত অমি গান পরিবেশন করেন।
বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, আফগানিস্তান, শ্রীলংকা এবং মরিশাস থেকে প্রায় ৭০০ শিক্ষার্থী এই উৎসবে অংশ নেয়। ১৩তম সফেস্টে অংশগ্রহণের স্বীকৃতিস্বরুপ সাউথইস্ট বিশ্ববিদ্যালয় দলকে সার্টিফিকেট, স্বর্ণপদক এবং স্মারক প্রদান করা হয়।