২৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩০

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

  © টিডিসি ফটো

বাংলাদেশসহ ১২টি দেশের প্রায় ২০০ জন গবেষকের অংশগ্রহণে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) ২৭ থেকে ২৯ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে অংশগ্রহণকারী শিক্ষাবিদ ও গবেষকরা জেন্ডার, স্বাস্থ্য, তথ্য, এবং পরিবেশ বিষয়ে বিভিন্ন সমস্যা, প্রবণতা, চ্যালেঞ্জগুলো একইসাথে সেগুলো সমাধান নিয়ে আলোচনা করেন।

রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন সৈয়দ মঞ্জুর এলাহী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান, ইউজিসি অধ্যাপক ড. ফকরুল আলম এবং নেদারল্যান্ডসের ভিইউ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. এলেন বাল।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মৈত্রী চৌধুরী এবং আইসিডিডিআরবি’র সিনিয়র ডিরেক্টর ড. তাহমিদ আহমেদ। এবারের সম্মেলনে ১৮০টি মৌলিক প্রবন্ধ উপস্থাপন ও এগুলো নিয়ে আলোচনা করা হয়।