যে কাজ করলে শাস্তি পাবেন আইআইইউসি শিক্ষার্থীরা

  © টিডিসি ফটো

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর শিক্ষার্থীদের যেসকল কাজ করলে শাস্তিযোগ্য অপরাধ বিবেচিত হবে, সেই নীতিমালা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল মোহাম্মাদ কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নোটিশ প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম কর্তৃক অনুমোদিত শিক্ষার্থীদের আচরণবিধি অনুসারে শাস্তিযোগ্য অপরাধ গুলো হলো যথাক্রমে- পরিচয়পত্র ছাড়া বিশ্ববিদ্যালয়ের যানবহন ব্যাবহার; বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ; শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক চলাফেরা ও যানবহন চলাচলে বিগ্ন সৃষ্টি; প্রক্টরিয়াল বডির দায়িত্বপালনে বাঁধাপ্রদান ও বডির সদস্যদের সাথে অসৌজন্যমূলক আচরণ; নিরাপত্তা কর্মীদের কাজে বাধা প্রদান এবং তাদের সাথে দূর্ব্যাবহার; বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে বিশ্বরোড সংলগ্ন প্রধান গেট থেকে শিক্ষক ডরমেটরি পর্যন্ত এবং বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী ১০০ মিটারের মধ্যে কোন প্রকার রাজনৈতিক সভা-সমাবেশ ও মিছিল করা স্লোগান দেয়া এবং রাজনৈতিক ব্যানার-ফেস্টুন টাঙানো, দেয়াল লিখন ইত্যাদি; বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষাসহ যে কোন একাডেমিক কার্যক্রমে বিগ্ন সৃষ্টি; সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা মুঠোফোনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক অথবা কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি প্রদান ও মর্যাদা বিনষ্টকারী যে কোন ধরনের কার্যাবলি সম্পাদন; মূল ক্যাম্পাসের ভিতরে মোটরসাইকেল ব্যাবহার; বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে ও আশে-পাশে মাদকসেবন ও ধূমপান।

ওই আচরণবিধি সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহাংগীর আলম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের এই ক্রান্তিলগ্ন মুহুর্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের চৌকোশ সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তাদের সহযোগীতা করতে এবং তাদের বলবো তারা যে অচরনবিধি প্রকাশ করেছে সেটা নোটিশের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবে রুপান্তরিত করবে। তাহলেই বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা ঠিক থাকবে বলে মনে করি।’

প্রসঙ্গত, ছাত্র অসন্তোষের জের ধরে গত ২৯ জানুয়ারী বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং গত ২৪ ফেব্রুয়ারী বিশ্ববিদ্যালয় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে খুলে দেয়া হয়।


সর্বশেষ সংবাদ