২৫ দিনের অচলায়তন ভেঙে খুলছে আইআইইউসি

  © ফাইল ফটো

দীর্ঘ ২৫ দিনের অচলায়তন ভেঙ্গে আগামী ২৪ ফেব্রুয়ারি খুলছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)। সম্প্রতি শিক্ষক লাঞ্ছনা ও ছাত্র নির্যাতনসহ বেশকিছু ঘটনায় অচলায়তনের মুখে গত ২৯ জানুয়রি বুধবার অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় আগামী ২৪ ফেব্রুয়ারি ক্যাম্পাস খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগের সহকারী পরিচালক মোসতাক খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

তবে ক্যাম্পাস খুললেও বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলবে কিনা এ ব্যাপারে রেজিস্টার কর্ণেল মোহাম্মাদ কশেম (অব.) নির্দিষ্ট করে  কিছু বলেননি।

ছাত্রলীগের নাম ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের ওসমান (রা.) হলে রড, লাঠি ও স্ট্যাম্প দিয়ে বেধড়ক পেটানো হয় আদনান নামের এক শিক্ষার্থীকে। নির্যাতনের শিকার ওই শিক্ষার্থী কুরআনিক সাইন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র।

এর আগেও বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং, শিক্ষক লাঞ্ছনা, ছাত্র নির্যাতন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম বহির্ভূত কার্যক্রমসহ বেশকিছু শৃঙ্খলা ভঙ্গজনিত ঘটনার পরিপ্রেক্ষিতে আলোচনায় ছিল আইআইইউসি।

এদিকে শিক্ষক লাঞ্ছনা ও ছাত্র নির্যাতনসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া আরও ৮ জনকে বিভিন্ন মেয়াদের বহিষ্কার করা হয়েছে।

স্থায়ীভাবে বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন, উচো অং মারমা (আইডি নং এলএম ১৮৩১২২) ও মো. অনিক ইসলামকে (আইডি নং ইটি১৮৩০৮০)।

মো. মশিউর রহমান (আইডি নং ইটি ১৮৩০৫৭) ও ওমর ফারুক তুহিনকে (আইডি নং ইটি ১৮৩০৭২) ২ বছরের জন্য, হাসান হাবীব মুরাদ (আইডি নং এলএম ১৮৩১২৩), রবিউল হোসেন রনি (আইডি নং ইবি ১৪১০০৮) ও মো. শফিউল আলমকে (এমবিএ)- আর ১৯৩১৪৭) ১ বছরের জন্য এবং এফজাজুল হক অমি (আইডি নং সি১৬৩০২৪), আবদুল্লাহ আল তাশরীফ (আইডি নং ইটি১৬৩০৩৩) ও আবদুল্লাহ আল নাঈমকে (আইডি ইটি ১৬৩০২৮) ১ সেমিস্টারের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়া গত ১০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরণের রাজনৈতিক কর্মকাণ্ড, মিছিল-মিটিং, সভা-সমাবেশ সম্পূর্ণরুপে নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


সর্বশেষ সংবাদ