ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ
ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ করেছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ছাত্রলীগের নেতাকর্মীরা।শনিবার (১ফেব্রুয়ারী) দুপুর ১ টায় ক্যাম্পাসের মেইন গেইট থেকে বিক্ষোভ মিছিল বের আইআইইউসি ছাত্রলীগ।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির নেতা শাহরিয়ার হামিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, আব্দুল জব্বার নাঈম, শফিউল, রবিউল, উচো মার্মা, ইথান, সাকিব, তুষার, আরমান, অপু, ফাহিম, ইসরাক, আনান, আবিদ সহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আইআইইউসির একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও আজ থেকে প্রশাসনিক কার্যালয় চালু রয়েছে। নতুন সেমিস্টারের ভর্তি কার্যক্রমও স্বাভাবিক ভাবে চলছে।
বিক্ষোভ মিছিল করার বিষয়ে ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির রবিউল হাসান বলেন, অনেকটা নাটকীয় কায়দায় বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয় ক্লাস। মাত্র চার ঘণ্টার নোটিশে হল ত্যাগের নির্দেশ প্রদান করে প্রশাসন যা খুবই দুঃখজনক।
ছাত্রলীগ নেতা আসিফ ইকবাল সৌরভ বলেন, বিশ্বিদ্যালয় প্রশাষনের একগুয়েমির কারনে আজকে বিশ্ববিদ্যালয় অচলবস্থা চলছে। আমরা এর দ্রুত সমাধান আশা করি।
ছাত্রলীগ নেতা জুবায়ের ইসলাম ডলার বলেন পিতা মুজিব আমাদের আবেগের স্থান, উনার ছবির উপর হামলা চরম ধৃষ্টতা। একটি দেশ বিরোধী চক্র এই বিশ্ববিদ্যালয়কে পৈতৃক সম্পত্তি হিসেবে ব্যাবহার করেছেন, সেই চক্র আবারো তাদের স্বরূপে ফিরে এসেছে। আমরা তাদেরকে কোনরূপ ছাড় দিব না।
প্রসঙ্গত শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ২৯ জানুয়ারি ক্যাম্পাসে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করলে জরুরী সিন্ডিকেট বৈঠকের পর অনির্দিষ্ট কালের জন্য ক্যাম্পাস ও হল বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই দিন রাত ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়। বিশ্ববিদ্যালয় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোন অপ্রীতিকর ঘটনা মোকাবেলার জন্য জন্য বিশ্ববিদ্যালয় পুলিশ মোতায়েন রয়েছে।