ইউআইটিএস স্কুল অব বিজনেসের নতুন ডিন শহিদুল ইসলাম
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর স্কুল অব বিজনেস-এর ৭ম ডিন হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম।
ইউআইটিএস এ যোগদানের পূর্বে তিনি বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি-এর ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও হেড হিসেবে কর্মরত ছিলেন।
ড. মোহাম্মদ শহিদুল ইসলাম ১৯৭৮ সালের ০১ জানুয়ারি গোপালগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯২ সালে গোপালগঞ্জস্থ কাশিয়ানি জি.সি. পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৯৪ সালে নটরডেম কলেজ থেকে এইচএসসি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন থেকে ব্যবসায় প্রশাসনে ২০০১ সালে বিবিএ ও ২০০৩ সালে এমবিএ ডিগ্রি অর্জন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১৬ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার বেশকিছু গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।