নবীনদের বরণ করে নিল ইউআইউ
রাজধানীর মাদানী এভিনিউতে অবস্থিত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্প্রিং-২০২০ সেমিস্টারে এ ভর্তি হওয়া আন্ডারগ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থীদের নবীনবরণ গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস, স্কুল অব সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সাইন্সের সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীরা এতে অংশ নেন। ইউআইইউ উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোফিজুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী মোফিজুর রহমান বলেন, মানসম্মত শিক্ষা প্রদান করা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রধান কাজ। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনায় আরও মনোযোগী হওয়া দরকার।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল বিভাগের প্রফেসর ড. হাসান সারওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. হাসনান আহমেদ, রেজিস্টার, ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ এবং পরিচালক স্টুডেট অ্যাফেয়ার্স।
অনুষ্ঠানে কোষাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী, কর্মকর্তাবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।