গবিতে ‘বেসিস সফট এক্সপোর’ ক্যাম্পাস এক্টিভেশন প্রোগ্রাম সম্পন্ন
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্যতম প্রদর্শনী ‘বেসিস সফট এক্সপো-২০২০' উপলক্ষে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস এক্টিভেশন প্রোগ্রাম করেছে অ্যাডাই সফট লিমিটেড।
বুধবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৪১৭ নম্বর কক্ষে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডাই সফট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এবং প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা মো. সাকিব রব্বানী। বিশেষ অতিথি ছিলেন একই প্রতিষ্ঠানের অপারেশন্স এন্ড ক্রিয়েটিভ বিভাগের ডিরেক্টর এইচ এন এম আশফাকুল ইসলাম, সিএসই বিভাগের প্রধান মো. করম নেওয়াজ প্রমুখ।
বক্তব্যের শুরুতে অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে বলেন, ‘বর্তমান যুগ তথ্য-প্রযুক্তির যুগ। তথ্য-প্রযুক্তির কল্যাণে মানুষের জীবন যাত্রা অনেক সহজ হয়েছে। তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে সবাইকে অনেক দূর এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে আমাদের উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে।’
তিনি বলেন, ‘আমাদের সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যেতে হবে। উন্নত ক্যারিয়ার গড়ার জন্য নতুন নতুন আইডিয়া তৈরী করতে হবে। ব্যতিক্রমধর্মী উদ্ভাবনের মাধ্যমে নিজেকে আলাদাভাবে উপস্থাপন করতে হবে।’
সিএসই বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী বৃষ্টি সাহার সঞ্চালনায় আয়োজনে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তারা।