০২ জানুয়ারি ২০২০, ১৮:১১

তরুণ নেতৃত্ব তৈরিতে কাজ করছে ড্যাফোডিল ইউনিভার্সিটি

  © টিডিসি ফটো

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব-উল-হক মজুমদার বলেছেন, তরুণ নেতৃত্বের হাতে পৃথিবী নিরাপদ রাখার দায়িত্ব। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সব সময় তরুণ নেতৃত্ব তৈরিতে কাজ করে। ড্যাফোডিলআইমুন কনফারেন্সের মাধ্যমে অনেক তরুণ নেতৃত্বে উঠে আসবে।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা মিলনায়তনে চার দিনব্যাপী আয়োজিত ‘ড্যাফোডিলআইমুন-২০২০’ অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদ হাসান।

‘যুব অংশগ্রহণ-২০৩০ এর মাধ্যমে সুশাসন ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণ’ শ্লোগানকে প্রতিপাদ্য করে শুরু হওয়া এ সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৫০জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। সম্মেলনের সহযোগী অংশীদার হিসেবে রয়েছে ইউনাইটেড নেশনস বাংলাদেশ এবং নলেজ পার্টনার হিসেবে রয়েছে ইউনাইটেড নেশনস সেন্টার। অর্গানাইজিং পার্টনার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাসান বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের হাত ধরেই বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের যা কিছু উন্নয়ন হচ্ছে তা তরুণদের হাত ধরেই হচ্ছে।

চার দিনের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের ছায়া অধিবেশনের আদলে। এখানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করছেন, যেভাবে জাতিসংঘের সত্যিকার অধিবেশনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন। এবারের এই অধিবেশন হচ্ছে দেশের সবচেয়ে বড় আবাসিক মডেল ইউএন কনফারেন্স।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মো. ফুয়াদ হোসেন সরকার, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক ও ড্যাফোডিলআইমুন-২০২০’র আহবায়ক মো. রাফি আল মাহমুদ, ড্যাফোডিলআইমুন-২০২০’র ডেপুটি সেক্রেটারি অনিক প্রামাণিক প্রমুখ।