ছবি তুলতে পানিতে নেমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
দেশের বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তানজিন হােসেন (২০) নামে একজন শিক্ষার্থী পানিতে ডুবে নিহত হয়েছেন। গত সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলায় চর এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটেছে।
জানা যায়,কথা ছিল মেঘনায় নেমে গোসলের ছবি তুলবেন তারা। সে অনুযায়ী তানজিন ও ইমরান দুজনেই পানিতে নামেন। ইমরান ও তার এক কিশোর ভাগনে দুটি মুঠোফোনে ছবি তোলা শুরু করেন। তানজিন জানান হোসেন তানজিম হোসেন প্রথমে কোমর পানিতে, পরে শুধু মাথা ভাসিয়ে ছবি তুলছিলেন। হঠাৎই ঢেউয়ের তোড়ে তলিয়ে যান তিনি। এ সময় তিনি বাঁচার জন্য পানির ওপরে হাত এটা হয়তো কোন একটা ভঙ্গি (পেজ)। তানজিন। তুলে নাড়ছিলেন। বন্ধুর হাত দেখে ইমরান ভেবেছিলেন। পানিতে তলিয়ে যাওয়ার পর তারা বিষয়টি বুঝতে ছবি তোলার পোজ দিতে নদীর মধ্যে দৌড়ে পেরে লা একজন ডাকাডাকি শুরু করেন। যান তানজিম হোসেন। আর ফেরেননি।
এ ঘটনায় উদ্ধার অভিযানে অংশ নেওয়া মুন্সিগঞ্জ ফায়ার থেকে তানজীনের লাশ উদ্ধার করেছেন মুন্সিগঞ্জ স্টেশনের কর্মী মাে. জসিম উদ্দিন। তিনি জানান, নিহত তানজিন ও ইমরান কেউই সাঁতার জানতেন না। তার গ্রামের বাড়ি চাঁদপুরে। তাঁর বাবার নাম বাবুল হােসেন।
পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে তানজীন, ইমরানসহ পানিতে নেমে পােজ দেবেন, তখন ইমরানকে ছবি তোলার জন্য তিনজন মেঘনা নদীর পাড়ে বেড়াতে যান। সেখানেই পানিতে নামার পর কিছুক্ষণের মধ্যে বিশাল এক ডেউ তাঁকে একটু গভীরে নিয়ে যায়। কয়েক মুহূর্তের মধ্যেই তানজীন তলিয়ে যান। আর ফেরেননি। এখন ছবি তুলতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরেছেন।