১৯ ডিসেম্বর ২০১৯, ১৯:৫০

আইআইইউসিতে শাটল ট্রেন নিয়ে গুজব

শাটল ট্রেন নিয়ে গুজব  © টিডিসি ফটো

আগামী বছর থেকে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) শাটল ট্রেন চালু হচ্ছে। সম্প্রতি এমন একটি গুজব সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে। ফেসবুকে বলা হচ্ছে ১ জানুয়ারি থেকে আইআইইউসিতে শাটল ট্রেন চালু হবে।

এ প্রসঙ্গে আইআইইউসির রেজিস্টার কর্নেল মোহাম্মাদ কাশেমের সাথে যোগাযোগ করা হলে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান এটি একটি গুজব। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে শাটল ট্রেন চালুর ব্যাপারে আলোচনা হচ্ছে।

তিনি বলেন, ‘আইআইইউসি কুমিরা ক্যাম্পাস পর্যন্ত শাটল ট্রেন সুবিধার বিষয়ে ইতোমধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, রেলওয়ে কর্তৃপক্ষসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সাথে বৈঠক হয়েছে। সকলেই শিক্ষার্থীদের জন্য ট্রেন সুবিধার বিষয়টিতে আগ্রহ প্রকাশ করেছেন।

জানা যায় গত ৮ ডিসেম্বর রবিবার ওই বিশ্ববিদালয়ের উপাচার্য অধ্যাপক কে. এম গোলাম মহিউদ্দিন ঢাকায় রেলমন্ত্রীর দাপ্তরিক কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন আইআইইউসি’র উপাচার্য অধ্যাপক কে. এম গোলাম মহিউদ্দিন ও বোর্ড অব ট্রাস্টীজ এর সদস্য মুহাম্মদ নূরুল্লাহর সাথে কুশল বিনিময় করেন। এবং চট্টগ্রাম-কুমিরা-চট্টগ্রাম দ্রুত শাটল ট্রেন চালুর কার্যকর পদক্ষেপ নেয়া হবে বলে আশ্বাস প্রদান করেন। মন্ত্রীর সাথে এই মিটিংকে কেন্দ্র করে একটি মহল ইচ্ছাকৃতভাবে ফেসবুকের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।