ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
দেশের অন্যতম বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট-এর ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গবাল (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সোবহানবাগ ক্যাম্পাসের ৭১ মিলানায়তনে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. মোরাদ হোসেন মোল্যা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির সিইও মি. মোহাম্মদ ।
বিশেষ অতিথির বক্তব্যে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. মোরাদ হোসেন মোল্যা বলেন, জাতি গঠনে টেকনিক্যাল শিক্ষা গুরত্বপূর্ণ। টেকনিক্যাল শিক্ষা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সহায়তা করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এসময় তিনি সিঙ্গাপুরের উদাহরণ দিয়ে টেকনিক্যাল শিক্ষায় সরকারকে এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানের শুরুতে নবীনদের শুভেচ্ছা উপহার হিসেবে ব্যাগ দিয়ে বরণ করে নেন ড্যাফোডিল টেকনিক্যালের শিক্ষকেরা।