ফারাজ গোল্ডকাপে নতুন চ্যাম্পিয়ন গণ বিশ্ববিদ্যালয়
ইউনাইটেড গ্রুপ ফারাজ আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে সাউথ ইস্ট ইউনিভার্সিটিকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গণ বিশ্ববিদ্যালয় (গবি)।
সোমবার (২১ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল সাড়ে তিনটায় ম্যাচটি অনুষ্ঠিত হয়।
উত্তেজনাপূর্ণ ম্যাচে উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণ, ছন্দ ও গতি ধরে রেখে নান্দনিক ফুটবল উপহার দিলেও নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা পায়নি। ম্যাচের ১৬ মিনিটে গণ বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় রাসেলের মাঝ মাঠ থেকে নেওয়া সহজ গোলের সুযোগ গোলবারে লেগে বাহিরে চলে যায়। খেলার প্রথমার্ধ শেষে উভয় দলই গোল বঞ্চিত থাকে।
দ্বিতীয়ার্ধের ২ মিনিটে গোল করার দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন সাউথ ইস্ট ইউনিভার্সিটির আওরাঙ্গাজেব। দ্বিতীয়ার্ধের ৫ মিনিটে ফাউল পেলে সেখান থেকে গণ বিশ্ববিদ্যালয়ের আশরাফুলের চমকপ্রদ শট রুখে দেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির গোলকিপার পারভেজ। দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটে সাউথ ইস্ট ইউনিভার্সিটির আওরঙ্গজেব শট গোল বার থেকে ফিরে আসলে এগিয়ে যাওয়া সুবর্ণ সুযোগ হারায় তারা। ১৮ মিনিটে সাখাওয়াতের বাড়িয়ে দেওয়া পাস থেকে গোল করার সুযোগ পায় গবির তারেক। কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। এরপরের মিনিটে আবারও সুযোগ পায় তারেক। এবারো দলকে হতাশ করেন।
ম্যাচের নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র হওয়ায় শেষ পর্যন্ত খেলা গড়ায় ট্রাইবেকারে। পরে ট্রাইবেকারে গণ বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সে ৪-২ ব্যবধানে জয় নিয়ে প্রথমবারের মতো ফারাজ গোল্ডকাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও পরাজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট সাইফুজ্জামান শেখর। এছাড়া উপস্থিত ছিলেন আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলের চেয়ারম্যান মোসাব্বের হোসেন, সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক সত্যজিৎ দাস রুপু প্রমুখ।
ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন গণ বিশ্ববিদ্যালয়ে বিবেক মণ্ডল। এছাড়া সেরা গোলরক্ষক একই দলের শামীম, সর্বোচ্চ গোলদাতা মাইসিং, টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন গণ বিশ্ববিদ্যালয়ের রাসেল মুন্সী।
উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারীতে মর্মান্তিক হত্যাযজ্ঞের অন্যতম শিকার ফারাজ আইয়াজ হোসেন। অসীম সাহসী ফারাজ সেদিন বন্ধুদের বাচাতে জীবন উৎসর্গ করেছিলেন। মৃত্যুঞ্জয়ী ফারাজকে উৎসর্গ করে গত দুই বছর ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে নিয়ে গোল্ডকাপ ফুটবলের আয়োজন করে আসছে সোনালী অতীত ক্লাব। তৃতীয়বারের মত আয়োজিত এই প্রতিযোগিতায় এবার আটটি গ্রুপে ২২ টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে।