০১ আগস্ট ২০১৯, ১২:১৯

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিদের অনৈতিক সুবিধা বন্ধ করতে হবে: নওফেল

মিটিং ও উপহারের নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিদের দেওয়া অনৈতিক সুবিধা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরি এমপি। বুধবার (৩১ জুলাই) সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গুনগত শিক্ষা নিশ্চিকরণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী বলেন, ‘অনেক ট্রাস্টিজরা বেসরকারি বিশ্ববিদ্যালয়কে বাণিজ্য হিসেবে দেখছে, এটা ঠিক নয়।এ আয়কে কিভাবে শিক্ষাখাতে ব্যয় করা যায় তা চিন্তা করতে হবে।শিক্ষা ক্ষেত্রকে কিভাবে আন্তর্জাতিক মানে রুপ দেওয়া যায় সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে।যেহেতু বিশ্ববিদ্যালয়গুলোর আয়-ব্যয়ের হিসাবে মন্ত্রণালয়ের হস্তক্ষেপের সুযোগ নেই, তাই ট্রাস্টিজদের নেওয়া বিভিন্ন অনৈতিক সুবিধাগুলো গণমাধ্যমে তুলে ধরতে হবে, যাতে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা যায়।

অনুষ্ঠানে শিক্ষা বিষয়ে রিপোর্টিংয়ে অবদানের জন্য সাউথইস্ট বিশ্ববিদ্যালয় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন, শফিক শাহীন বিশেষ প্রতিনিধি এনটিভি, আব্দুল্লাহ তুহিন বিশেষ প্রতিনিধি যমুনা টিভি, মোরশেদ আলম বিশেষ প্রতিনিধি এটিএন বাংলা, রাহুল শর্মা সম্পাদক ক্যাম্পাস পাতা দৈনিক জনকণ্ঠ, হাসানাত রাব্বী স্টাফ রিপোর্টার চ্যানেল ২৪, মাহমুদ রাকিব রিপোর্টার সময় টিভি, নূর মোহাম্মদ দৈনিক মানবজমিন, নাজিউর রহমান সোহেল স্টাফ রিপোর্টার দৈনিক ভোরের ডাক।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, এটিএন বাংলার জ.ই. মামুন, নিউজ২৪ এর বার্তা প্রধান রাহুল রাহা প্রমুখ।