২৮ জানুয়ারি ২০২৬, ২২:৪৪

ফিলিপ সি. জেসাপ আন্তর্জাতিক মুট কোর্টে টানা দ্বিতীয়বার সেরা ৮-এ কানাডিয়ান ইউনিভার্সিটি 

আন্তর্জাতিক আইন মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৬ এ প্রতিনিধিত্বকারী দল  © সৌজন্যে প্রাপ্ত

ফিলিপ সি. জেসাপ আন্তর্জাতিক আইন মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৬-এর ১০ম বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ডে অংশগ্রহণ করে টানা দ্বিতীয়বারের মতো সেরা আটে জায়গা করে নিয়েছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও আইন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী মোট ৪৮টি দলের মধ্যে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ মেমোরিয়াল রাউন্ডে তৃতীয় স্থান এবং সামগ্রিকভাবে অষ্টম স্থান অর্জন করে।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর আইন বিভাগের প্রতিনিধিত্বকারী দলটিতে ছিলেন আসেফ ইবনুল, হাসিবুল হক মজুমদার, জান্নাতুন্নিসা জেবা, পাবন দাস ও কার্নিজ ফাতেমা হিমু। গভীর আইনগত গবেষণা, সুসংগঠিত যুক্তি উপস্থাপন এবং আত্মবিশ্বাসী পারফরম্যান্সের মাধ্যমে তারা এ সাফল্য অর্জন করেন।

ফিলিপ সি. জেসাপ আন্তর্জাতিক আইন মুট কোর্ট প্রতিযোগিতা বিশ্বব্যাপী আইন শিক্ষার্থীদের জন্য সর্ববৃহৎ ও সর্বাধিক মর্যাদাপূর্ণ মুট কোর্ট প্রতিযোগিতা হিসেবে পরিচিত। এটি ‘ওয়ার্ল্ড কাপ অব মুটিং’ নামেও সুপরিচিত।

২০১৭ সাল থেকে বাংলাদেশে ধারাবাহিকভাবে আয়োজিত হয়ে আসা এই প্রতিযোগিতার এবারের জাতীয় পর্বে দেশের ৪৮টি আইন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে এটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এবং বিশ্বে তৃতীয় বৃহত্তম জাতীয় জেসাপ প্রতিযোগিতায় পরিণত হয়েছে।

উল্লেখ্য, এর আগেও ২০২৫ সালের বাংলাদেশ রাউন্ডে অংশগ্রহণ করে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ সামগ্রিকভাবে ষষ্ঠ স্থান অর্জন করেছিল, যা মুট কোর্ট প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্যের প্রমাণ।