২৭ জানুয়ারি ২০২৬, ২১:১৯

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাস চাপায় শ্রমিকের মৃত্যু

বাসের চাকার নিচে পড়ে শ্রমিকের মৃত্যু  © সংগৃহীত

সাভারের আক্রাইন এলাকায় বিশ্ববিদ্যালয়ের বাসের চাকার নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয় ঘটনাস্থলেই। মঙ্গলবার (২৭ জানুয়ারি) আনুমানিক দুপুর সাড়ে তিনটায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের গন্তব্যে পৌঁছে দিয়ে বিশ্ববিদ্যালয়ে ফিরে আসার পথে সাভারের আক্রাইন এলাকায় একটি দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই শ্রমিক দিলু মিয়া মৃত্যুবরণ করেন।

সরেজমিনে ঘটনাস্থলে জানা যায়, দুপুরের খাবার কিনে রাস্তা পার হওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের বাসটির সঙ্গে এই দুর্ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের এই বাসটি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস নয়, ভাড়ায় চালিত বাস বলে জানা যায়। প্রথমে বাসটির সঙ্গে ধাক্কা লেগে নিহত দিলু মিয়া পড়ে যান, পরবর্তীতে বাসের পেছনের চাকায় তার মাথা চলে যায়। ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। পাশে পড়ে ছিল নিহত দিলু মিয়ার দুপুরের খাবারের প্যাকেটগুলো।

ঘটনাস্থলে সাভার থানার বিরুলিয়া ফাঁড়ির পুলিশ সঙ্গে সঙ্গে উপস্থিত হয় এবং মৃত ব্যক্তির কাছ থেকে পাওয়া মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের সদস্যদের কল করে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করে।

পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি দিলু মিয়া, বয়স ৪২ বছর, পিতা মৃত সাত্তার মিয়া। বাড়ি তিলুকপাড়া, মিঠাপুকুর, রংপুর। দিলু মিয়ার একমাত্র একটি ছোট মেয়ে রয়েছে। ফোনে পুলিশকে পরিবারের সদস্যরা জানান, দিলু মিয়া সাভার এলাকায় শ্রমিকের কাজের জন্য এসেছিলেন। এলাকার স্থানীয়দের ধারণা, তিনি ভিক্ষুক ছিলেন।

ঘটনাস্থলে উপস্থিত বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ মো. আলামিন বলেন, ‌‘আক্রাইন বাজারের ফুলের দোকানের সামনে একজন ভবঘুরেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি বাস ধাক্কা দেয়। তিনি ঘটনাস্থলেই মারা যান। মৃতদেহ তল্লাশি করে তার কাছে একটি মোবাইল পাওয়া যায়। সেই মোবাইলের সূত্র ধরে তার নাম-ঠিকানা ও পরিচয় শনাক্ত করা হয়। এরপর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, লাশের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে, যান চলাচল স্বাভাবিক রয়েছে।’