২৭ জানুয়ারি ২০২৬, ১৬:৪০

বিইউবিটিতে ‘গবেষণা পদ্ধতি: বাস্তব জীবনে অর্থনৈতিক অগ্রগতি’ শীর্ষক সেশন অনুষ্ঠিত

সেশনে শিক্ষাবিদরা সমকালীন গবেষণা পদ্ধতি সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন  © সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) অর্থনীতি বিভাগ তার গবেষণা সপ্তাহের অংশ হিসেবে ‘গবেষণা পদ্ধতি: বাস্তব জীবনে অর্থনৈতিক অগ্রগতি’ শীর্ষক একটি মূল প্রবন্ধ উপস্থাপনা সেশনের আয়োজন করে। এ আয়োজনে বিশিষ্ট শিক্ষাবিদরা সমকালীন গবেষণা পদ্ধতি সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

প্রফেসর ড. এ কে এম এনামুল হক প্রধান অতিথি ও মূল প্রবন্ধকার হিসেবে এ সেশনের শোভাবর্ধন করেন। তার বক্তব্যে প্রফেসর হক অর্থনীতিবিদদের জন্য উন্নত গবেষণা কৌশলের ওপর গভীর অধ্যয়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, মানব আচরণ নিয়ে কাজ করা গবেষকদের সর্বোচ্চ একাডেমিক মান বজায় রাখতে হবে। প্রফেসর হক নির্ভরযোগ্য ইকোনমেট্রিক বিশ্লেষণের ভিত্তি হিসেবে সত্য ও নির্ভুল তথ্য সংগ্রহ এবং বেস্ট লিনিয়ার আনবায়াসড এস্টিমেটরের (বিএলইউই) গুরুত্ব তুলে ধরেন। তিনি আরও স্পষ্ট করেন যে, একজন দক্ষ শিক্ষক হওয়া ও বিষয়গত দক্ষতা অর্জনে পিএইচডি অত্যাবশ্যক।

অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে তিনি তার বক্তব্যে সব অর্থনৈতিক গবেষণায় কঠোরভাবে তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী, একজন পোস্ট-ডক্টোরেট গবেষক, তার বক্তব্যে নিবেদিত গবেষণা মানসিকতা গঠনের তাৎপর্য ব্যাখ্যা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ একাডেমিক মিশনকে পুনর্ব্যক্ত করে বলেন, ‘গবেষণা কর, নতুবা বিলুপ্ত হও’, যা বিইউবিটির গতিশীল গবেষণা সংস্কৃতি গড়ে তোলার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করে।

আলোচনায় অংশ নিয়ে সহকারী অধ্যাপক মাহমুদা জাহান পাপিয়া প্রাসঙ্গিক ও ফলপ্রসূ গবেষণা চালানোর জন্য অত্যাধুনিক পদ্ধতি ও সরঞ্জাম ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়, যেখানে অর্থনীতি বিভাগের ১৯ জন শিক্ষকসহ এমএসসি ও বিএসসি (অনার্স) ইন ইকোনমিকস প্রোগ্রামের প্রায় ৭৫ জন শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এই সেশনটি শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য একটি মূল্যবান আলোচনার মঞ্চ তৈরি করে এবং সকলকে কঠোর ও নৈতিকভাবে সুদৃঢ় গবেষণায় অনুপ্রাণিত করে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়, যা বিভিন্ন বিভাগে মানসম্মত শিক্ষা প্রদান ও উদ্ভাবনী গবেষণাকে উৎসাহিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।