গণ বিশ্ববিদ্যালয়ে পর্দা উঠল আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার
বর্ণাঢ্য আয়োজনে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) পর্দা উঠলো আন্তঃবিভাগ ক্রিকেট ও হ্যান্ডবল ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর। রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বেলুন উড্ডয়নের মাধ্যমে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম বলেন, গণ বিশ্ববিদ্যালয় পূর্ব থেকেই ক্রীড়া খাতে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে। শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশগ্রহণে সুষ্ঠু ক্রীড়া চর্চার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকশিত করতে পারবে এবং ক্রীড়াঙ্গনেও অবদান রাখবে। শৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের মান ও সুনাম অক্ষুণ্ণ রাখবে।
রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলার চর্চা শিক্ষার্থীদের প্রগতিশীল করে তুলে। খেলাধুলায় আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃতিত্ব জাতীয় পর্যায়ে। আশাকরি এবারও শিক্ষার্থীরা সুন্দর এবং সুশৃঙ্খল প্রতিযোগিতা উপহার দিবে এবং ভবিষ্যতে খেলাধুলায় বিশ্ববিদ্যালয়ের সাফল্য অব্যাহত থাকবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, খেলাধুলায় গণ বিশ্ববিদ্যালয়ের ব্যাপক সুনাম রয়েছে। জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে শিরোপা অর্জনের কৃতিত্বও রয়েছে। খেলাধুলার সাফল্যকে অব্যাহত রাখতে প্রতিবছরের ন্যায় এবারও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় স্বাভাবিকভাবেই উত্তেজনা থাকে তবে তা যেন অপ্রীতকর ঘটনার সৃষ্টি না করে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আমরা প্রত্যাশা করি সুন্দর এবং সুশৃঙ্খল প্রতিযোগিতার মাধ্যমে ক্রীড়াঙ্গনে উন্নতি এবং সুনাম ধরে রাখবে।
প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে ক্রিকেট (ছাত্র) প্রতিযোগীতায় অংশ নেয় বাংলা বিভাগ ও মাইক্রোবায়োলজি বিভাগ। যেখানে ৯৯ রানের টার্গেটে ২ উইকেটে বিজয়ী হয় মাইক্রোবায়োলজি বিভাগ।
উল্লেখ্য, এবারের আয়োজনে ২টি ইভেন্টে (ক্রিকেট ও হ্যান্ডবল) প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। ছাত্রদের ক্রিকেটে ১৭টি এবং ছাত্রীদের হ্যান্ডবলে ১৪টি বিভাগ অংশগ্রহণ করবে প্রতিযোগিতায়। আগামী ৯ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এ প্রতিযোগিতার।