বিয়ন্ড দ্য মেট্রিক্স ২০২৬: আইইউটিতে ভবিষ্যৎ লিডার তৈরির এক অন্যরকম মঞ্চ
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) গত ২৩ জানুয়ারি তারিখে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত ফেস্ট ‘বিয়ন্ড দ্য মেট্রিক্স সিজন ৩’। এরজা প্লাস্টিকের উপস্থাপনায় ও লজিটেকের সহযোগিতায় আয়োজিত এই ফেস্টটি প্রতিবছরের ধারাবাহিকতায় বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট (বিটিএম) বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়। ফ্ল্যাগশিপ ম্যাগাজিন ইনসাইটসের ব্যানারে আয়োজিত এই ফেস্ট শিক্ষার্থীদের প্রতিভা, দক্ষতা ও নেতৃত্বগুণ প্রকাশের একটি স্মরণীয় প্ল্যাটফর্মে পরিণত হয়।
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিয়ন্ড দ্য মেট্রিক্স ফেস্ট একটি অন্তর্ভুক্তিমূলক আয়োজনে রূপ নেয়, যেখানে দেশের ৫০টির বেশি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। কুইজ মেট্রিক্স প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থী দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও যুক্তিনির্ভর বিশ্লেষণের দক্ষতা প্রদর্শন করে; বিচারকের দায়িত্বে ছিলেন তাহসিন ইসলাম সম্পদ ও রুম্মান আদিব। একই সঙ্গে পোস্টারমেট্রিক্স পর্বে শিক্ষার্থীরা সৃজনশীল নকশার মাধ্যমে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে যেখানে বিচারকের ভূমিকায় ছিলেন মোহাম্মাদ আবু বকর সিদ্দিক।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে আয়োজিত বিজমেট্রিক্স প্রতিযোগিতায় প্রায় ৪০০ জন শিক্ষার্থী নিবন্ধন করে, যেখানে তিনটি পর্ব শেষে ফাইনালে ৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করে। এ পর্বের বিচারক ছিলেন জিয়া উল হক জিয়া (শপআপ), সায়েদ সাজ্জাদ আলী (মারিকো বাংলাদেশ), মোহাম্মদ রুবায়েত আকরাম (রবি এক্সিআটা লিমিটেড) এবং Ivan Pukshlis (JTL, Japan Tobacco International)। পাশাপাশি অ্যাডমেট্রিক্স প্রতিযোগিতায় দুইটি পর্বে ছয়টি দল সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সৃজনশীল অ্যাড/কনটেন্ট উপস্থাপন করে; বিচারকের দায়িত্ব পালন করেন মুমতাহিন সিফাত, মো. গিয়াস উদ্দিন ও মোহাম্মদ ফারুক আহমেদ। অন্যদিকে, পিচমেট্রিক্স প্রতিযোগিতায় তিনটি পর্ব শেষে ছয়জন প্রতিযোগী গ্র্যান্ড ফিনালে পৌঁছায়, যেখানে বিচারক ছিলেন ইশামাম আহমেদ চৌধুরী ও সিয়ামি বিনতে বেলায়েত।
এই ফেস্টের সফল আয়োজন সম্ভব হয়েছে আইইউটির বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট বিভাগের ফাইনাল-ইয়ার শিক্ষার্থীদের নিরলস পরিশ্রমে। ৩৭ সদস্যের একটি সংগঠক কমিটি পাবলিক রিলেশনস, কনটেন্ট রাইটিং, ডিজাইন, মার্কেটিং এবং ইভেন্ট ম্যানেজমেন্টসহ বিভিন্ন বিভাগে সমন্বিতভাবে কাজ করে ফেস্টটিকে সফলতার শিখরে পৌঁছে দেয়। শিক্ষকদের দিকনির্দেশনা, প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতা এবং স্পনসরদের সমর্থন এই আয়োজনকে আরও সমৃদ্ধ করেছে। এই আয়োজনটি ক্রাউন প্লাজা, দি বিজনেস স্ট্যান্ডার্ড, ফ্রেশ টিস্যু, ডিটস, ইয়েমেজিং, সানকুইক, প্রাণ, মারিকো, সাস স্টুডিও এবং আমা কফির সহযোগিতায় আরও সমৃদ্ধ ও সফল হয়ে ওঠে।
ফেস্টের অংশ হিসেবে আয়োজিত বিভিন্ন স্টল ইভেন্টটিকে আরও প্রাণবন্ত করে তোলে। নতুন উদ্যোক্তা ও অভিজ্ঞ ব্যবসায়ীরা হ্যান্ডমেড ক্রাফট এবং স্থানীয় শিল্পপণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পান। এসব স্টল শিক্ষার্থীদের জন্য নেটওয়ার্কিং, উদ্যোক্তা ভাবনা বিকাশ এবং বাস্তব ব্যবসায়িক অভিজ্ঞতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।
সব মিলিয়ে, বিয়ন্ড দ্য মেট্রিক্স ২০২৬ প্রমাণ করেছে যে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির শিক্ষার্থীরা শুধু একাডেমিক দক্ষতায় নয়, নেতৃত্ব, উদ্ভাবন এবং বাস্তব সমস্যার সমাধানেও সমানভাবে সক্ষম। ইনসাইটস ম্যাগাজিনের মাধ্যমে ব্যবসা ও প্রযুক্তি খাতের গুরুত্ব, দেশ-বিদেশের পেশাজীবীদের অভিজ্ঞতা এবং উদ্যোক্তাদের অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরা হয়েছে, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।