টাইমস হায়ার এডুকেশন সাবজেক্ট র্যাংকিংয়ে বাংলাদেশে শীর্ষে এনএসইউ
টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাংকিংস ২০২৬-এ একাধিক বিষয়ে বাংলাদেশের শীর্ষ অবস্থান অর্জন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। এই সাফল্যের মাধ্যমে আন্তর্জাতিক উচ্চশিক্ষা অঙ্গনে এনএসইউর অবস্থান আরও সুদৃঢ় হয়েছে।
র্যাংকিং অনুযায়ী, এনএসইউ বিজনেস অ্যান্ড ইকোনমিকস বিষয়ে বিশ্বব্যাপী ৫০১–৬০০ ব্যান্ডে স্থান পেয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছে। মেডিকেল অ্যান্ড হেলথ সায়েন্সেস বিষয়ে বিশ্ববিদ্যালয়টি বিশ্বে ৪০১–৫০০ ব্যান্ডে অবস্থান করে এবং বাংলাদেশে যৌথভাবে দ্বিতীয় স্থান লাভ করেছে।
এছাড়া কম্পিউটার সায়েন্স বিষয়ে এনএসইউ বিশ্বব্যাপী ৮০১–১০০০ ব্যান্ডে স্থান অর্জন করেছে। ইঞ্জিনিয়ারিং বিষয়ে এটি বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান করে এবং বাংলাদেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে যৌথভাবে স্বীকৃতি পেয়েছে। সোশ্যাল সায়েন্সেস বিষয়ে এনএসইউ বিশ্বব্যাপী ৫০১–৬০০ ব্যান্ডে স্থান পাওয়ার পাশাপাশি বাংলাদেশে সর্বোচ্চ অবস্থানে থাকা বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।
সামগ্রিকভাবে, টাইমস হায়ার এডুকেশন সাবজেক্ট র্যাংকিংস ২০২৬-এ এনএসইউ বিজনেস অ্যান্ড ইকোনমিকসে বাংলাদেশে যৌথভাবে প্রথম, সোশ্যাল সায়েন্সেসে প্রথম, মেডিকেল অ্যান্ড হেলথ সায়েন্সেসে যৌথভাবে দ্বিতীয় এবং ইঞ্জিনিয়ারিংয়ে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।
এই সাফল্য সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী বলেন, পড়াশোনার মানোন্নয়ন, গবেষণার উৎকর্ষ এবং আন্তর্জাতিক পরিসরে আরও সক্রিয় হওয়ার ধারাবাহিক প্রচেষ্টার ফল হিসেবেই টাইমস হায়ার এডুকেশন সাবজেক্ট র্যাংকিংসে এই অর্জন এসেছে। এ সাফল্যের পেছনে আমাদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাবেক শিক্ষার্থীদের সম্মিলিত পরিশ্রম এবং এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সঠিক দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, এই অর্জন নর্থ সাউথ ইউনিভার্সিটিকে উচ্চশিক্ষা ও দেশের সামগ্রিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।