০৭ জানুয়ারি ২০২৬, ১২:১৯

নর্থ সাউথ ইউনিভার্সিটির ২৬তম সমাবর্তন শুরু

সমাবর্তন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ  © টিডিসি ফটো

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এন‌এস‌ইউ) ২৬তম সমাবর্তন শুরু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই অনুষ্ঠান শুরু হয়। এতে মোট ৩ হাজার ৩২২ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হবে, যার মধ্যে ২ হাজার ৬৪৬ জন স্নাতক এবং ৬৭৬ জন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী।

অনুষ্ঠানে কনভোকেশন চেয়ার হিসেবে যোগ দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার (সি‌আর আবরার)। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম এ কাশেম, বেনজীর আহমেদ, মো. শাহজাহান, ইয়াছমিন কামাল, রেহানা রহমান, দুলুমা আহমেদ, এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, উপ-উপাচার্য ড. নেছার উদ্দিন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব খান।

পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে সমাবর্তন অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কনভোকেশন মার্শাল এবং গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মামুন মোল্লা।

সমাবর্তনের দ্বিতীয় অংশে শিক্ষার্থীরা সনদ গ্রহণ করবেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিন ব্যাপী সমাবর্তনের প্রথম দিনের কার্যক্রম সমাপ্ত হবে।