২৭ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৩

আইইইই স্কোররড-২০২৫ আন্তর্জাতিক সম্মেলনে ডাবল অ্যাওয়ার্ড জিতল আইইউবি-এর সিসিডিএস

আইইউবি-এর সিসিডিএস টিম  © সংগৃহীত

মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইউনিভার্সিটি অব মালয়ায় অনুষ্ঠিত ২৩তম IEEE স্টুডেন্ট কনফারেন্স অন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (SCOReD) ২০২৫-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (IUB)-এর সেন্টার ফর কম্পিউটেশনাল অ্যান্ড ডাটা সায়েন্সেস (CCDS)। আন্তর্জাতিক এই সম্মেলনে CCDS একসঙ্গে বেস্ট পেপার অ্যাওয়ার্ড ও বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ড অর্জন করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছে।

বেস্ট পেপার অ্যাওয়ার্ড প্রদান করা হয় ‘Effectiveness of Transfer Learning Approach for Low-Resource Bangla Dialect Translation’ শীর্ষক গবেষণাপত্রের জন্য। গবেষণাপত্রটির লেখক CCDS-এর গবেষক ও IUB-এর কম্পিউটার সায়েন্সে এমএসসি প্রোগ্রামের শিক্ষার্থী দেওয়ান রাকিন আহমেদ রেমাল, সিনথিয়া চৌধুরী, জাহাঙ্গীর হোসেন সেতু এবং নবারুণ হালদার।

অন্যদিকে, ‘Preliminary Design of a Culturally Tailored AI-Integrated mHealth App for Gestational Diabetes and Excessive Weight Management in Bangladesh’ শীর্ষক গবেষণা উপস্থাপনার জন্য বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ড অর্জন করেন CCDS-এর গবেষক ও এমএসসি শিক্ষার্থী ফাইজা ওমর অর্পিতা।

এই দুটি পুরস্কারপ্রাপ্ত গবেষণার যৌথ তত্ত্বাবধানে ছিলেন CCDS-এর বর্তমান পরিচালক ড. আশরাফুল ইসলাম এবং প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ড. এম আশরাফুল আমিন।

সম্মেলনে CCDS-এর পক্ষ থেকে পরিচালক ড. আশরাফুল ইসলাম এবং ইন্ডাস্ট্রি অ্যান্ড পার্টনারশিপ উইং-এর সহ-পরিচালক আসিফ মাহমুদ অংশগ্রহণ করেন। তাদের সঙ্গে CCDS-এর গবেষক দল ছাড়াও কম্পিউটার সায়েন্সে এমএসসি প্রোগ্রামের তিনজন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের চারজন স্নাতক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

IEEE SCOReD ২০২৫-এ CCDS-এর তত্ত্বাবধানে এমএসসি থিসিস ও স্নাতক পর্যায়ের সিনিয়র প্রজেক্ট থেকে মোট ১৪টি গবেষণাপত্র উপস্থাপিত হয়, যেখানে অংশ নেন ৩২ জন শিক্ষার্থী। এসব গবেষণায় ডাটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সিস্টেম, ইনফরমেটিক্স, ব্লকচেইন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং কম্পিউটার ভিশনের মতো আধুনিক ও গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকে গুরুত্ব দেওয়া হয়। গবেষণাগুলো যৌথভাবে তত্ত্বাবধান করেন অধ্যাপক ড. এম আশরাফুল আমিন, ড. সাদিয়া বিনতে আলম, ড. আশরাফুল ইসলাম, ড. রাশেদুর রহমান, সানজার আদনান আলম এবং আসিফ মাহমুদ।

এ ছাড়া CCDS-এর গবেষকরা জলবায়ু জবাবদিহিতা, সাইবার বুলিং শনাক্তকরণ, কৃষি প্রযুক্তি, চিকিৎসা সহায়ক ডায়াগনস্টিক সিস্টেম, পরিবেশগত ডাটার জন্য ব্লকচেইন ফ্রেমওয়ার্ক এবং ছবি ও টেক্সট বিশ্লেষণভিত্তিক লার্নিং মডেল নিয়েও গবেষণা উপস্থাপন করেন। এসব গবেষণাপত্র শিগগিরই আন্তর্জাতিক গবেষণা ডাটাবেজ IEEE Xplore-এ প্রকাশিত হবে।

CCDS কর্তৃপক্ষ এই আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ায় IUB প্রশাসন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগকে প্রশাসনিক ও আর্থিক সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।