এনএসইউতে ‘এডভানসিং গ্লোবাল ইউনিভার্সিটি র্যাংকিং’ বিষয়ক জাতীয় সেমিনার
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (NSU) সম্প্রতি ‘Pathways to Global Recognition: Strategies for Universities to Achieve Higher Rankings’ শীর্ষক দুইদিনের জাতীয় সেমিনারের আয়োজন করেছে।
এনএসইউর এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিস (OEA), ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং সেল (IRC) ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (IQAC) যৌথভাবে এই সেমিনার আয়োজন করে, যা OIC-COMSTECH-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস-চ্যান্সেলর, র্যাঙ্কিং কো-অর্ডিনেটর, আইকিউএসি কর্মকর্তা, আন্তর্জাতিক অফিস প্রতিনিধি, নীতি নির্ধারক ও প্রবীণ শিক্ষাবিদরা অংশগ্রহণ করেন। সেমিনারটির আয়োজন পরিচালনা করেন এনএসইউ’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী।
অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে ছিলেন ইসলামাবাদ উচ্চশিক্ষা কমিশনের (HEC) কোয়ালিটি অ্যাশুরেন্স পরিচালক ড. নাসির শাহ এবং মানবসম্পদ উন্নয়ন বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ রজা চোহান।
দুইদিনব্যাপী সেমিনারে অংশগ্রহণকারীরা অভ্যন্তরীণ গুণমান নিশ্চিতকরণ ব্যবস্থা, প্রোগ্রাম মূল্যায়ন, টাইমস হায়ার এডুকেশন (THE) ও QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের মতো বৈশ্বিক র্যাঙ্কিং মডেল, কর্মপরিকল্পনা, কী পারফরম্যান্স ইনডিকেটর (KPI) নির্ধারণ এবং কার্যকর র্যাঙ্কিং অংশগ্রহণের জন্য প্রতিষ্ঠানের প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনায় অংশ নেন।
সেমিনারটিতে গ্রুপ অ্যাসাইনমেন্ট ও থিম্যাটিক প্রেজেন্টেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোকে নিজেদের প্রতিষ্ঠানভিত্তিক কার্যকর রোডম্যাপ তৈরি করতে উৎসাহিত করা হয়। বক্তারা বলেন, শুধুমাত্র খ্যাতির জন্য নয়, আন্তর্জাতিক র্যাঙ্কিং এখন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত হাতিয়ার, যা আন্তর্জাতিক শিক্ষার্থী ও শিক্ষক আকর্ষণ, গবেষণা তহবিল নিশ্চিতকরণ, শিক্ষাগত বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক দৃশ্যমানতা সম্প্রসারণে সহায়তা করে।
এই গুরুত্বপূর্ন অনুষ্ঠানের মাধ্যমে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রমাণ করেছে, যে এটি উচ্চশিক্ষা অগ্রগতিতে নেতৃত্বে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ তার জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতির কৌশলগত লক্ষ্য অর্জনের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।