২০ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্প্রিং সেমিস্টারের গ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

এনএসইউর ২০২৬ সালের স্প্রিং সেমিস্টারের গ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা  © টিডিসি

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ২০২৬ সালের স্প্রিং সেমিস্টারের গ্র্যাজুয়েট (স্নাতকোত্তর) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল দশটায় শুরু হয়ে দুপুর ১টায় এ পরীক্ষা শেষ হয়৷ এতে চারটি স্কুলের অধীনে ১৮টি গ্র্যাজুয়েট প্রোগ্রামে পরীক্ষায় অংশ নেন ভর্তিচ্ছুরা।

স্কুল চারটি হলো- স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্স, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস, স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স। 

পরীক্ষা চলাকালে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান। তিনি বলেন, বিশ্বমানের শিক্ষাদানের জন্য আমাদের কারিকুলামগুলো সাজানো হয়েছে। আমরা আশা করি, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা তাদের প্রত্যাশা অনুযায়ী বিষয় বেছে নেবে।

এ সময় বিভিন্ন গ্র্যাজুয়েট অফিসের পরিচালক অধ্যাপক এম এন ইসলামসহ স্কুলের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়টির ২০২৬ সালের স্প্রিং সেমিস্টারের গ্র্যাজুয়েট প্রোগ্রামগুলো হল- মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ), এক্সিকিউটিভ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ইএমবিএ), এমএস ইন ইকোনমিক্স, মাস্টার ইন ডেভেলপমেন্ট স্টাডিজ, এমএস ইন সিএসই, এমএস ইন ইইই, এমএ ইন ইংলিশ (লিংগুইস্টিকস, লিটারেচার, টেসল), এমএস ইন বায়োটেকনোলজি, এমএ ইন হিস্ট্রি অ্যান্ড এশিয়ান স্টাডিজ এবং এমএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং।

তাছাড়াও, এমফার্ম ইন ফার্মাকোলজি অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মেসি, এমফার্ম ইন ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড বায়োফার্মাসিউটিক্স, এমএস ইন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, মাস্টার অব পাবলিক হেলথ, এক্সিকিউটিভ মাস্টার অব পাবলিক হেলথ, মাস্টার অব ল’স, এক্সিকিউটিভ মাস্টার ইন পলিসি অ্যান্ড গভর্নেন্স (ইএমপিজি) এবং এমএসসি ইন অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটেশনাল সায়েন্স।